এক সঙ্গে ২৯ স্যাটেলাইট উৎক্ষেপন, এই প্রথম তিনটি আলাদা কক্ষপথে চালানো হল মিশন

দেশ বিদেশ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

  • ইসরো এক সঙ্গে ২৯টি স্যাটেলাইট উৎক্ষেপন করে। যার মধ্যে ভারতের অ্যামিস্যাট, আমেরিকার ২৪টি এবং অন্যান্য দেশের চারটি।
  • উৎক্ষেপন করা অ্যামিস্যাটের ওজন ৪৩৬কিলোগ্রাম এবং বাকি ২৮ উপগ্রহের মোট ওজন ২২০ কিলোগ্রাম।
  • ২০১৭ সালের ১৫ই ফেব্রুয়ারি ইসরো এক সঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপন করে বিশ্ব রেকর্ড করেছিল।

এসপিটি নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো সোমবার শ্রীহরিকোটায় সতীশ ভবন স্পেস সেন্টার থেকে ২৯ টি স্যাটেলাইট উৎক্ষেপন করে। এরমধ্যে ভারতের অ্যামিস্যাট, ২৪টি আমেরিকার, ২টি লিথুয়ানিয়ার এবং একটি করে স্পেন এবং সুইৎজারল্যান্ডের স্যাটেলাইট আছে। এই প্রথম ইসরোর মিশন এক সঙ্গে স্যাটেলাইটগুলি তিনটি আলাদা কক্ষে উৎক্ষেপন করা হল। এদিন সকাল ৯টা ২৭ মিনিটে পিএসএলভি-সি৪৫ রকেটের সাহায্যে এই উৎক্ষেপন করা হয়। অ্যামিস্যাট স্যাটেলাইট সীমান্তে নজর রাখার কাজে সাহায্য করবে।

উৎক্ষেপন করা ভারতীয় উপগ্রহ অ্যামিস্যাট ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেক্ট্রাম মাপার কাজে ব্যবহার করা যাবে। এছাড়াও এই স্যাটেলাইট শত্রু দেশের র‍্যাডার সিস্টেমের উপর নজর রাখার পাশাপাশি তাদের গতিবিধিরও খোঁজ দেবে। উৎক্ষেপন করা অ্যামিস্যাটের ওজন ৪৩৬কিলোগ্রাম এবং বাকি ২৮ উপগ্রহের মোট ওজন ২২০ কিলোগ্রাম হবে।

গোটা অভিযান ছিল ১৮০ মিনিটের

1) প্রথমে ১৭ মিনিট পূর্ণ হওয়ার পর পিএসএলভি ৭৪৯ কিলোমিটার উঁচুতে অ্যামিস্যাট স্থাপন করা হয়। এরপর চতুর্থ ধাপে সৌরশক্তি চালিত ইঞ্জিন চালিয়ে প্রায় ৫০৪কিলোমিটার উঁচুতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ২৮টি বিদেশি স্যাটেলাইট স্থাপন করা হয়। চতুর্থ পর্যায়ে রকেটকে ৪৮৫কিলোমিটার উঁচুতে নিয়ে গিয়ে তিন প্রায়োগিক পেলোডের মদতে চন্দ্রযান-২ অভিযানের সঙ্গে জুড়ে কিছু প্রয়োজনীয় কাজ করা হয়।

অ্যামিস্যাট কি কাজ করবে?

2) অ্যামিস্যাট-টি তৈরি করেছে ইসরো এবং ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এই উপগ্রহটি দেশের সুরক্ষা ব্যবস্থায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। এর মূল কাজ হল সীমান্তে ইলেক্ট্রনিক অর্থাৎ যে কোনও ধরনের মানবীয় গতিবিধি উপর নজর রাখা।

পিএসএলভি বিশ্বের সবচেয়ে ভারী উৎক্ষেপন যান

3) এবার পিএসএলভি-সি৪৫ থেকে ২৯ স্যাটেলাইট উৎক্ষেপন করা হল। পিএসএলভি হল ৪৭তম উড়ান। এটি অত্যন্ত ভারী উৎক্ষেপন যান বলে ধরা হয়েছে। ২০১৭ সালের ৩৯তম উড়ানের সঙ্গে পিএসএল ভি বিশ্বের সবচেয়ে ভারী উৎক্ষেপন যান হিসেবে নিজেকে পরিচিত করে তোলে। ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য বৈজ্ঞানিকরা পিএসএলভিকে পাওয়াফুল এক্সএল ভার্সন ব্যবহার করেছিল। ২০০৮ সালে মিশন চন্দ্রযান এবং ২০১৪ সালে মঙ্গলযান এর মাধ্যমেই সম্পূর্ণ হয়েছিল।

দু’বছর আগেই ইসরো ইতিহাস রচনা করে

4) ২০১৭ সালের ১৫ই ফেব্রুয়ারি ইসরো এক সঙ্গে সবচেয়ে বেশি স্যাটেলাইট উৎক্ষেপন করে বিশ্ব রেকর্ড করেছিল। মাত্র ৩০মিনিটের ভিতর একটি রকেটের মাধ্যমে ৭টি দেশের ১০৪টি স্যাটেলাইট এক সঙ্গে উৎক্ষেপন করেছিল। এর আগে এই রেকর্ড রাশিয়ার নামে ছিল। ২০১৪ সালে তারা এক সঙ্গে ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপন করেছিল।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 + = 35