একটি পালকে শিল্পীর তুলিতে টিম ইন্ডিয়া

খেলা দেশ
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: জুলা ১০, ২০১৯ @ ০১:০৮

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০জুলাইচলতি বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে অসধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। চ্যাম্পিয়নের মতো খেলেই সেমিফাইনালে উঠেছে। গতকালই সেমিফাইনালে ফয়সালা হয়ে যেত যদি না বৃষ্টিতে খেলা বন্ধ না হয়ে যেত। যাই হোক আজ ফের জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ দেখতে মাঠে থাকার সুযোগ হয়নি শিল্পী প্রসেনজিৎ-এর। কিন্তু তা নিয়ে এতটুকু দুঃখ নেই তাঁর। তাই প্রিয় ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব পন্থা।

যেখানে তিনি পাখির একটি সুক্ষ পালক বেছে নিয়েছেন। আর হাতে তুলে নিয়েছিলেন রঙ-তুলি। বসে গিয়েছিলেন নিজের সেরা সৃজনশীলতাকে উজার করে দিতে। সেট আতিনি করেছেনও। ওই ছোট্ট পাল্পকটির উপর নীল রঙ করে সেখানে তিনি টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ছবি তুলির টানে রূপ দিয়েছেন। ফুটিয়ে তুলেছেন নীল ব্রিগেড। এমন অসাধারণ সৃষ্টিশীল কাজের প্রশংসায় এলাকাবাসী।

বিশ্বকাপে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে এক অভিনব পন্থা নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর নিবাসী বিশিষ্ট শিল্পী প্রসেনজিৎ কর। শিল্পীর হাতের সূক্ষ্ম টানে একটি ক্ষুদ্র পালকের উপর ফুটে উঠল নীল বিগ্রেড। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের সমর্থনে মাঠ ভরাতে না পারলেও টানা ৭০ঘন্টা ধরে এক অসামান্য নিদর্শন সৃষ্টি করে ভারতীয় ক্রিকেট দলকে শিল্পী শুভেচ্ছা জানালেন একেবারে অন্য ধারায়।

আর এই কাজ করতে তাঁকে সময় দিতে হয়েছে ৭০ ঘণ্টা। কেশপুরের শিল্পী প্রসে্নজিৎ নিজের মুখেই তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন-“প্রায় ৭০ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছি এই কাজটার জন্য। হয়তো সবার মুখগুলো ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতে পারিনি, তবুও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।  সব পোট্রেটগুলোর মাপ গড়ে প্রায় 10-12 এম এম এর মধ্যেই এবং পালকটার মাপ ১২ সেমি। আমার এই ছবিটাতে একটা কোন ফাঁকা রেখেছি যাতে ওখানে “চ্যাম্পিয়ন”  লিখতে পারি।  আর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা জেতার পর ওখানে লিখবো এটা আমার দৃঢ় বিশ্বাস  যে ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াই জিতবে। অনেক শুভেচ্ছা রইল ইন্ডিয়া টিমের জন্য।”

Published on: জুলা ১০, ২০১৯ @ ০১:০৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

96 − = 94