উত্তর প্রদেশঃ বাবাকে ছেড়ে দেওয়ার আবেদন জানাতে এসে পুলিশের রোষের মুখে শিশুকন্যা, ছবি ভাইরাল

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ১৪, ২০২০ @ ১২:৫৬

এসপিটি নিউজ: নিষেধাজ্ঞা না মেনে বাজি বিক্রি করতে পুলিশের হাতে ধরা পড়ে কে ব্যক্তি। পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে যখন পুলিশের গাড়িতে তুলতে যায় সেসময় সেই ব্যক্তর ছোট্ট মেয়ে এসে পুলিশের কাছে হাতে পায়ে ধরে।

কাতর অনুনয়-বিনয় করে তারা বাবাকে ছেড়ে দেওয়ার আবেদন জানাতে থাকে। কিন্তু পুলিশ তার সেই আবেদন তো রাখেইনি।

অভিযোগ, উত্তর প্রদেশের বুলন্দশহর এলাকায় সেই পুলিশ শিশুকন্যাটির উপর চোটপাট দেখাতে থাকে। সংবাদ সংস্থা এএনআই দু’টি ছবি ট্যুইট করে।

সেখানে দেখা যায় এক হাত দিয়ে পুলিশ কর্মীটি শিশুকন্যাটিকে ধরে আছে। আর এক হাত উঠে আছে। এই ছবি রীতোমতো ভাইরাল হয়ে যায়।

স্থানীয় অনেকেই প্রশ্ন তোলেন- আসলে এই সময় কিছু মানুষ বাজি বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে। ওই ব্যক্তিও তাই করতে চেয়েছিল। আসলে এদের ধরে কি হবে? যেখান থেকে এইসব বাজি সরবরাহ করা হচ্ছে তাদের কোথায় ধরা হচ্ছে? বাজি কি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। তা যদি করা হত, তাহলে আজ কেউ বাজি বিক্রি করতে পারতো না।

দীপাবলীর শুভ দিনে এভাবে একটি শিশুর সঙ্গে কেউ কি এমন আচরন করতে পারে? উঠছে প্রশ্ন। হতে পারে সেই ব্যক্তি অপরাধ করেছে কিন্তু তা কি এমনই যে ক্ষমারও অযোগ্য? উঠছে প্রশ্ন।

Published on: নভে ১৪, ২০২০ @ ১২:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − 72 =