আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আপোষ করি না- ধরনা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৪, ২০১৯ @ ২০:৪৩

এসপিটি নিউজ, কলকাতা, ৪ ফেব্রুয়ারিঃ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বহুবার তাঁর সম্পর্কে নানা ধরনের কথা বলে তাঁকে হেয় করার চেষ্টা করেছে বিরোধী রাজনঈতিক দলগুলি। তিনি কিন্তু নিজের কাজে অবিচল থেকেছেন। গতকাল কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যেভাবে সিবিআই হানা দিয়েছিল সেই প্রক্রিয়া ঠিক ছিল না বলে এর বিরুদ্ধে একইভাবে তিনি গর্জে উঠেছেন। সারা দেশে তিনি একটাই বার্তা দিতে চেয়েছেন যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে নানাভাবে হয়রান করতে চাইছে। এখানকার ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। এমনকি এখানকার ঐতিহ্যশালী প্রতিষ্ঠান কলকাতা পুলিশকেও অপমান করেছে সিবিআই পাঠিয়ে। আর সেই বিষয়ে তিনি সোমবার ধরনা মঞ্চে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার করে দিয়ে জানিয়েছেন-“আমি জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু কখনোই আপোষ করি নি।”

এখানেই না থেমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-“আপনারা যখন আমার তৃণমূলের নেতাদের ধরেছিলেন তখন আমি রাস্তায় নামিনি। কিন্তু তারা যখন কলকাতা পুলিশ কমিশনারের চেয়ারকে অপমান করার চেষ্টা করেন তখন আমি চুপ করে থাকতে পারি না, আমি ক্রুদ্ধ হই। কারণ, তিনি একটি প্রতিষ্ঠানের প্রধান।”

এদিন একটি সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেল কলকাতার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন গতকালের ঘটনা সম্পর্কে। প্রতিক্রিয়া নেন সেই ঘটনার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় যে আন্দোলন করছেন সে ব্যাপারে তারা কি মনে করছেন। তাতে যে ক’জন মানুষের সঙ্গে কথা বলা হয়েছিল প্রত্যেকেই কিন্তু এক বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের “সেভ ইন্ডিয়া” অর্থাৎ “ভারত বাঁচাও” সত্যাগ্রহ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সকলেই বলেছেন- গতকাল যেভাবে সিবিআই অফিসাররা কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে হানা দিয়েছে সুনির্দিষ্ট কাগজপত্র ছাড়া সেটা ঠিক নয়। মমতাদি তো ঠিক কাজই করছেন। উনি যথেষ্ট ভালো কাজ করছেন রাজ্যে।

Published on: ফেব্রু ৪, ২০১৯ @ ২০:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 2