আপনি সিবিআই, ইডি যা পারবেন লাগিয়ে দিন, আপনার জেদের দ্বিগুন জেদ আমার -ঠাকুরনগরে অভিষেক

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৫, ২০২১ @ ২২:১২

এসপিটি নিউজ, ঠাকুরনগর, ২৫ ফেব্রুয়ারি:  ভোটে সব দলের নজর মতুয়াদের দিকে। কারণ, সারা রাজ্যে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর।কয়েকদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে সভা করে গিয়েছিলেন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়ে গেছিলেন। আর আজ তৃণমূল কংগ্রেসের হয়ে সভা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুললেন ওসব ভাঁওতা। যাদের ভোটার আইডি কার্ড আছে তাদের আবার কিসের নাগ্রিকত্ব, তারা তো এমনিতেই দেশের নাগরিক। আসলে ভুল বোঝাচ্ছে বিজেপি। একই সঙ্গে কয়লা দুর্নীতির তদন্তে বাড়িতে সিবিআই-এর যাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। নাম না করে বলেন- আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন, আপনার জেদের দ্বিগুন জেদ আমার আছে।

আপনি আমার গলা কেটে দিলেও এই কাটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দ বেরোবে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন- “এমনি তো চমকানি ধমকানি ওদের আছে। এই যে সিবিআই-কে লেলিয়ে দিয়েছে। ভাবছে কি- সিবিআইকে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যাবনার্জিকে চমকে দেব। আমি তিন মাস আগেও যা বলেছি, আজকেও তা বলছি। আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন। আপনার জেদের দ্বিগুন জেদ আমার। আপনার জেদ কি ? বহিরাগতদের দিয়ে বাংলা দখল করবো। আর আমার জেদ বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করবো।এই জেদের লড়াইয়ে আপনি শুনে রাখুন- আপনি আমার গলা কেটে দিলেও এই কাটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দ বেরোবে। মমতা ব্যনার্জি জিন্দাবাদ বেরোবে।”

“সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না। তুমিও মানুষ আমিও মানুষ। তফাতটা শুধু শিরদাঁড়ার। তফাতটা শুধু শিরদাঁড়ায়। ক্ষমতা আছে যা করার করে নাও। তোমার কেড়ো আঙুল ছুঁইয়ে দেখিয়ে দাও। পরের জবাবটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দিয়ে দেবো। যারা ফ্লাইট ধরে আসছেন ওই ফ্লাইট ধরেই আবার গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠাবো। এই পবিত্র মাটিতে সাক্ষী রেখে বলে যাচ্ছি।”

‘কোনওদিন শুনেছেন, একটা লোক জীবিত প্রধানমন্ত্রী তাঁর নামে ক্রিকেট স্টেডিয়াম!’

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির নামে উদ্বোধন হোয়া গুজরাটের মোতেরায় স্টেডিয়াম নিয়ে কটাক্ষ করেত ছাড়েননি তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন-“আপনারা শুনে রাখুন, গতকাল গুজরাটে একটা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন হয়েছে। আমেদাবাদের কাছে মোতেরায়। ভারতবর্ষের রাষ্ট্রপতি সিডিউল কাস্ট লোক, তাঁকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা ক্রিকেটের স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে। কোনওদিন শুনেছেন, একটা লোক জীবিত প্রধানমন্ত্রী তাঁর নামে ক্রিকেট স্টেডিয়াম! ভারতবর্ষের রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করাচ্ছে। সাধারণত কার নামে নামকরণ হয়? কোনও বিশাল মাপের ফুটবলার, সমাজসংস্কারক, দেশনায়ক, পথপ্রদর্শক, কোনও বড় কিংবদন্তি তাদের নামে হয়।”

একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…

“ভারতীয় জনতা পার্টি সিডিউল কাস্ট আদিবাসীদের উপর গত সাত বছর ধরে অত্যাচার করেছে। আগামি দিন জবাব দেবেন, কি দেবেন না? একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে যাকে চমকে -ধমকে বশ্যতা স্বীকার করাতে পারেনি। আমার মায়েরা বসে আছে- বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক। আত্মসমর্পন করুক।এটা কি চান?” প্রশ্ন তোলেন অভিষেক।

‘যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত আছে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না’

সব শেষে নাগরিকত্ব নিয়ে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন- “আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি- নাগরিকত্ব নিয়ে আপনাদের ভুল বোঝানো হচ্ছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এটা আমার কথা। আপনাদের কাছে ভোটার আইডি কার্ড আছে আর বলছে মতুয়াদের নাগরিকত্ব দেব। আরে কে ভাই তুমি, নাগরিকত্ব দেবার? তোমার নিজের বাবার, দাদার, ঠাকুরদার কাগজপত্র নিয়ে দেখাবে তারপর মতুয়াদের কাছে কাগজ চাইবে।ভাঁওতা দিচ্ছে। এই ফাঁদে পা দেবে্ন না।”

Published on: ফেব্রু ২৫, ২০২১ @ ২২:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 + = 31