আজাদি কা অমৃত মহোৎসবঃ হিন্দন বিমান বাহিনী ঘাঁটিতে সাহসিকতা পুরস্কারের সম্মান সূচক অনুষ্ঠান

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

Published on: আগ ১৪, ২০২১ @ ২২:০৫

এসপিটি নিউজঃ দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫তম দিবস। সেই উপলক্ষে আজ শনিবার নয়া দিল্লিতে “আজাদি কা অমৃতমহোৎসব” এর বিষয় ভাবনার আওতায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে সাহসিকতার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের পরিবারকে সম্মান জানাতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে অশোক চক্র সেনা মেডেল পুরস্কার প্রাপ্ত প্রয়াত মেজর মোহিত শর্মা’র পরিবারের সদস্য এবং বীরচক্র পুরস্কার প্রাপ্ত কর্নেল তেজেন্দ্র পাল ত্যাগী’কে সম্মান জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে প্রয়াত মেজর মোহিত শর্মা’র পিতা – মাতা রাজেন্দ্র প্রসাদ শর্মা ও সুশীলা শর্মা এবং কর্নেল তেজেন্দ্র পাল ত্যাগী ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। হিন্দন বিমান বাহিনী ঘাঁটির এয়ার অফিসার কম্যান্ডিং, এয়ার কমোডর মণীশ কুমার গুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সম্মান জানান। জিএপি পোর্টালে নাম নথিভুক্ত করা শিক্ষার্থীদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল।
এই সম্মান পেয়ে যথেষ্টই গর্ববোধ করেন তাঁরা। জম্মু-কাশ্মীরে কুপওয়ারা জেলায় ২০০৯ সালে জঙ্গী দমন অভিযান এবং ১৯৭১-এর যুদ্ধের বিষয়ের ওপর একটি ভিডিও ক্লিপ উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। উল্লেখ্য ১৯৭১এর যুদ্ধে অংশগ্রহণকারী কর্নেল টি পি ত্যাগী তাঁর যুদ্ধের অভিজ্ঞতার কথা উপস্থিত দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।

Published on: আগ ১৪, ২০২১ @ ২২:০৫


শেয়ার করুন