আগামী দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১০, ২০২২ @ ১৮:৫৩

এসপিটি নিউজ, কলকাতা, ১০ অক্টোবর: নিম্নচাপ ও প্রচুর জলীয় বাষ্প অনুপ্রবেশের কারণে উত্তরবংগ এবং সিকিমের জেলাগুলিতে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে আজ সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। অতিরিক্ত এই বৃষ্টিপাতের জন্য জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বায়ুমণ্ডলের উচ্চস্তরে একটি নিম্নচাপ উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.৬ কিমি উচ্চতার মধ্যে অবস্থান করছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলের নিম্নস্তরে উত্তরবঙ্গ ও সিকিমের উপরে প্রচুর জলীয় বাষ্পের অনুপ্রবেশ করেছে। সেই কারণে ১০-১২ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গ ও সিকিমের জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আজ ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের নানা জায়গায় বৃষ্টি হয়েছে।সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমারগ্রাম-৩১ সেমি। এছাড়াও বৃষ্টি হয়েছে-মাঙ্গান, আলিপুরদুয়ার, বক্সাদুয়ার, এএমএফইউ পুন্ডীবাড়ি, বারোভিসা, ফালাকাটা, চেপান, ৩১ নম্বর জাতীয় সড়ক ব্রিজ, সংকলন, ভুটানঘাট, কোচবিহার, দোমোহনী, হাসিমারা, কবি, ধূপগুড়ি, মাথাভাঙা, বাগরাকোট, গ্যাংটক, চেংমারি, গজলডোবা, জলপাইগুড়ি, মূর্তি, সামসিং, বাগডোগরা, চম্পাসারি, রঙ্গ, নাগরাকাটা, সুকিয়াপোখরি, তাদ্যং, নেওরা।

বৃষ্টির জন্য সতর্কতা

আজ সোমবার অতিরিক্ত বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু’এক স্থানে। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। একই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়।  এই জেলাগুলির দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল ও বুধবার পরপ্র দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকছে। এই দু’দিন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে সিকিমে আজ লাল সতর্কতা রয়েছে এবং আগামিকাল হলুদ সতর্কতা থাকছে। দু’দিনই ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।

Published on: অক্টো ১০, ২০২২ @ ১৮:৫৩


শেয়ার করুন