আগামিকাল আকাশ পরিষ্কারই থাকবে, ঠান্ডা থাকবে আরও কয়েকটা দিন

Main আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৫, ২০২২ @ ২৩:২১

এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:  আজ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তবে আগামিকাল থেকে আগামী কয়েকটা দিন সারা রাজ্যে আকাশ পরিষ্কারই থাকবে। পাশাপাশি তাপমাত্রা কমবে থাকবে ঠান্ডার রেশও।

আলিপুর আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামিকাল থেকে রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে কয়েকটা দিন। তাপমাত্রাও কমতে পারে। ফলে ঠান্ডা থাকবে আগামী কয়েকটা দিন। এখনই আবহাওয়ার তেমন একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে উপ-হিমালয় জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। এর ফলে ঠান্ডা বাড়বে। পাশাপাশি দার্জিলি সহ পাহাড়ের উচ্চ অংশে ঠান্ডার প্রকোপ বাড়বে। ঠিক তেমনই দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং গাঙ্গেয় জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। ফলে এখানেও ঠান্ডার রেশ থাকবে আগামী কয়েকটা দিন।

এদিন রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা – আসানসোল ১৪.২, বালুরঘাট ১১.৪, বাঁকুড়া ১৪.৬, বারাকপুর ১৫.২, বহরমপুর ১১.২, বর্ধমান ১৩.২, ক্যানিং ১৫.০, কাঁথি ১৩.৫, কোচবিহার ১২.৪, দীঘা ১৫.৪, দমদম ১৬.১, হলদিয়া ১৬.০, জলপাইগুড়ি ১০.৪, কলাইকুন্ডা ১৩.৯, কালিম্পং ৪.৫, কলকাতা ১৬.৬, কৃষ্ণনগর ১৪.০, মালদা ১২.৮, মেদিনীপুর ১৪.৬, পানাগড় ১৪.০, পুরুলিয়া ১১.১, সল্টলেক ১৬.০, শিলিগুড়ি ১১.০, শ্রীনিকেতন ১২.০, উলুবেড়িয়া ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

Published on: ফেব্রু ৫, ২০২২ @ ২৩:২১


শেয়ার করুন