অবশেষে ১৬ জুলাই থেকে চালু হচ্ছে মেট্রো , সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন বন্ধই থাকছে

Main কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৪, ২০২১ @ ২৩:২৫

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুলাই: বুধবার নবান্ন থেকে এক নয়া নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে আগের মতোই বিধিনিষেধ জারি থাকছে। বাস, অটো, ট্যাক্সি থেকে শুরু করে সমস্ত যানবাহনই চালু থাকছে। এবার নতুন সংযোজিত হয়েছে মেট্রো রেল। ১৬ জুলাই থেকে চালু হচ্ছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলবে মেট্রো। যদিও লোকাল ট্রেন এখনই চালু করা যাচ্ছে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।বাকি সব কিছু আগের মতোই থাকছে।

মেট্রো রেল চালু নির্দিষ্ট নিয়ম মেনে

বুধবার নবান্ন থেকে জারি করা নয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে- আগামী ১৬-৩১ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আগের মতোই থাকছে। শুধু এর মধ্যে নতুন যেটা সংযোজিত হয়েছে তা হল মেট্রো রেল। ১৬ জুলাই থেকে সর্বসাধারণের জন্য চালু হচ্ছে মেট্রো রেল। চলবে সপ্তাহে পাঁচদিন। শনি ও রবিবার আগের মতোই বন্ধ থাকবে মেট্রো রেল। সপ্তাহে বাকি পাঁচ দিন মেট্রো রেল চললেও সেখানে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী বহন করা যাবে। টকেন এবারেও চালু হচ্ছে না। অর্থাৎ স্মার্টকার্ড ব্যবহারকারীরাই মেট্রোয় চাপতে পারবেন।

সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন বন্ধ

লোকাল ট্রেন সাধারণ যাত্রীদের জন্য আগের মতোই বন্ধ থাকছে। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন যেমন চলছে তেমনটাই চলবে।ীই ত্রেঙ্গুলিতে একমাত্র জরুরি পরিষেবার কাজে নিযুক্ত কর্মী ছাড়া অন্যনায় অফিস যাত্রী তাদের অফিসের কর্তৃপক্ষের লিখে দেওয়া কাগজ দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। তবে সাধারণ যাত্রীরা এই স্পেশাল ট্রেনে যেতে পারবেন না।

শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকছে

সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকছে। এছাড়া সিনেমা হল, স্পা, সুমিং পুল আগের মতোই বন্ধ থাকছে। তবে সুইমিং পুলে যারা সাঁতার অনুশীলন করেন রাজ্য , জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ের জন্য তাদের সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত অনুমতি দেওয়া হচ্ছে।

নিষেধাজ্ঞা আগের মতোই কার্যকর

এছাড়া সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,অ্যাকাডেমিক, বিনোদন মূলক বিষয়ে জমায়েতে নিষেধাজ্ঞা আগের মতোই কার্যকর থাকছে।

বিবাহ কিংবা শ্রাদ্ধানুষ্ঠানে সীমিত সংখ্যক লোকের অনুমতি

বিবাহ কিংবা এমন ধরনের অনুষ্ঠান ৫০জন লোক নিয়ে করতে হবে। শ্রাদ্ধানুষ্ঠানে ২০জনকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

যে অফিসগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে

সরকারি অফিস যার মধ্যে জরুরি এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী অফিস যেমন- স্বাস্থ্য, প্রাণি সম্পদ, আইন-শৃঙ্খলা, আদালত, সমাজ কল্যাণ, সংশোধনাগার, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যম, খাদ্য ও নাগরিক পরিষেবা, দমকল, বিপর্যয় মোকাবিলা, স্যানিটেশন, নিকাশি এবং মৃতদেহ সৎ্কার পরিষেবা আগের মতোই খোলা থাকছে। সমস্ত সরকারি অফিস আগের মতোই কার্যকর সময়ে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে বলা হয়েছে।

পার্কে প্রবেশের জন্য টিকা প্রাপ্ত হতে হবে

প্রাতঃভ্রমণ, অনুশীলনের জন্য পার্ক আগের মতোই খোলা থাকছে সকাল ছ’তা থেকে সক্লা ন’টা পর্যন্ত। তবে এখানে প্রবেশ করতে হহলে তাদের টিকা প্রাপ্ত হতে হবে। চসমস্ত বাজার, দোকান আগের নিয়মেই খোলা থাকছে।সমস্ত পাইকারি দোকান, শপিং মল, মার্কেট কমপ্লেক্স আগের মতোই নির্ধারিত সময়ে ৫০ শতাংশ কর্মী নিয়ে খুলতে পারবে। তবে সেখানে ৫০ শতাংশের বেশি ক্রেতার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রেস্টুরেন্ট, বার, জিম খোলার ক্ষেত্রে নিয়ম

একই নিয়ম প্রযোজ্য রেস্টুরেন্ট ও বারের ক্ষেত্রেও।তবে তা কোনওভাবেই রাত আটটার পরে নয়। জিম সেই আগের মতো নিয়মেই খোলা থাকছে। সকাল ৬টা ১০টা আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত।তবে সেখানে সকলকেই টিকাপ্রাপ্ত হতে হবে।  সেলুন, বিউটি পার্লার আগের মতো নিয়মেই ৫০ শতাংশ কাস্টমার নিয়ে খোলা যাবে।

টিকাপ্রাপ্ত কর্মীদের নিয়েই করতে হবে কাজ

সমস্ত উৎপাদন কেন্দ্র, মিল, শিল্প ক্ষেত্র, তথ্য প্রযুক্তি দফতরে সমস্ত কর্মীকে টিকা দিয়ে প্রতি শিফটে মোট কর্মীর ৫০ শতাংশ দিয়ে কাজে লাগাতে হবে।

দর্শকশূন্য হবে ক্রীড়া প্রতিযোগিতা

গেমস, খেলাধুলো থেকে শুরু করে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হবে দর্শক শূন্য অবস্থায়।

ব্যাঙ্ক এখন তিনটে পর্যন্ত খোলা

ব্যাঙ্ক, অর্থনৈতিক সংস্থার অফিস, প্রতিষ্ঠানগুলি বেলা দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত খোলা রাখার নিয়ম জারি থাকছে।

ভ্যাকসিন নিয়েই চালাতে হবে শ্যুটিং

ইন্ডোর-আউটডোর শ্যুটিং-এ ৫০ জনের বেশি নিয়ে কাজ করা যাবে না। এখানেও সকলকে ভ্যাকসিন নিয়ে রাখতে হবে। সকলকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। গান রেকর্ডিং-এ সর্বাধিক ১০জন মিউজিশিয়ান নিয়ে কাজ চালাতে হবে।

আগের নিয়মেই থাকছে খোলা

ই-কমার্স ও হোম ডেলিভারি আগের মতোই চালু থাকছে।পেট্রল পাম্প, এলপিজি গ্যাসের অফিস, সরবরাহ কেন্দ্রগুলি আগের নিয়মেই খোলা থাকছে।

Published on: জুলা ১৪, ২০২১ @ ২৩:২৫


শেয়ার করুন