অষ্ট্রেলিয়ায় দুই পুরুষ “পেঙ্গুইন দম্পতি” শিশু পেঙ্গুইনের জন্ম দিল

Main বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২৬, ২০১৮ @ ২২:২৬

এসপিটি নিউজ ডেস্কঃ দুটি পুরুষ পেঙ্গুইন “দম্পতি” হিসেবে পূর্ণতা পেল। সফলভাবে ডিমে তা দিয়ে তারা বাচ্চা দিল। শুক্রবার অস্ট্রেলিয়ান অ্যাকুয়ারিয়াম এই খবর দিয়েছে। জেন্টু পেঙ্গুইন স্ফেন ও ম্যাজিক তারা সুন্দরভাবে তাদের শিশুকে দেখভাল করছে।গত ১৯শে অক্টোবর ৯১গ্রাম ওজনের বাচ্চা দেয় ওই একই সেক্সের “পেঙ্গুইন দম্পতি”। জানান সি লাইফ সিডনি অ্যাকুয়ারিয়ামের তিস হান্নান।

অ্যাকুয়ারিয়ামে স্ফেন ও ম্যাজিক-এর গতিবিধির উপর নজর রাখছিল কর্মীরা। তারা লক্ষ্য করছিলেন যে দুটি পুরুষ পেঙ্গুইন পরষ্পরের কাছাকাছি ঘোরাঘুরি করে। তারা কেউ কাউকে ছেড়ে থাকে না।জলের ভিতর তারা দুজনে একসঙ্গে সাঁতার কাটে।

এরপর কর্মীরা বাসা থেকে ডিম সংগ্রহ করে। অ্যাকুয়ারিয়ামে একটি নকল ডিম রেখে পরীক্ষা করে দেখে যে ওরা দুজন তাতে নজর দেয় কিনা। তারা লক্ষ্য করে স্ফেন ও ম্যাজিক-এর নজরে এসছে সেই ডিম। এরপর তারা আসল ডিম রাখে। আর সেই ডিমে তা দিয়েই বাচ্চা প্রসব হয়। একথা সংবাদ সংস্থা এএফপি-কে জানান অ্যাকুয়ারিয়ামের সুপারভাইজার হান্নান।

হান্নান আরও জানান, এক্ষেত্রে পুরুষ ও মহিলা পেঙ্গুইনের সঙ্গে দুটি পুরুষ পেঙ্গুইনের দাম্পত্যের ব্যবহারে কোনও আলাদা কিছু ধরা পড়েনি। তাদের ব্যবহারে খুব সাধারণ কিছুই ধরা পড়েছে। বাচ্চাটি জন্মের পর “পেঙ্গুইন দম্পতির” নিরাপদ আশ্রয়েই আছে। পরের বছর আবার এই “পেঙ্গুইন দম্পতি”র মধ্যে বাচ্চা প্রসব করানো হবে বলে জানিয়েছেন হান্নান।

তবে এমন ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৯ সালে জার্মানির বার্লিনের একটি চিড়িয়াখানাতেও দুটি পুরুষ পেঙ্গুইন জেড এবং ভেলপুঙ্কত বাচ্চা দিয়েছিল।ছবি- এএফপি

Published on: অক্টো ২৬, ২০১৮ @ ২২:২৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 − = 23