![](https://sangbadprabhakartimes.com/wp-content/uploads/2023/06/ARES-ADVT-copy.jpg)
Published on: ডিসে ১১, ২০১৮ @ ১৮:০৪
এসপিটি নিউজ ডেস্কঃ পাঁচ রাজ্যে ভোটের ফলাফলে উচ্ছ্বসিত বিরোধী শিবির।এই ফলাফল এতটাই তাৎপর্যপূর্ণ যখন দেশের বিরোধী দল্গুলি বিজেপির বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে। যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন-২০১৯ বিজেপি ফিনিশ। তিনি এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেডে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন। ঠিক তার আগেই পাঁচ রাজ্যে বিধানসভার ফলাফলে ভরাডুবি হয়েছে বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন-এটা দেশের জনগণের জয়।
মমতা ট্যুইট করে লেখেন- “লোকজন বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এটাই জনগণের রায় এবং এটা দেশের জনগণের বিজয়।”
তিনি আরও লেখেন-“এটা গণতন্ত্রের বিজয় এবং অবিচারের বিরুদ্ধে বিজয়, অত্যাচার, প্রতিষ্ঠান ধ্বংস, সংস্থার অপব্যবহার, দরিদ্র জনগোষ্ঠীর জন্য কোন কাজ, কৃষক, যুব, দলিত, এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু এবং সাধারণ জাতের বিজয়।”
মমতা লেখেন-“এই সেমিফাইনাল প্রমাণ করেছে যে বিজেপি এইসব রাজ্যে কোথাও আর নেই। এটি ২০১৯ সালের ফাইনাল ম্যাচের প্রকৃত গণতান্ত্রিক ইঙ্গিত। অবশেষে, মানুষ দেখিয়েছে সর্বদা গণতন্ত্রই ‘ম্যাচ অফ দ্য ম্যাচ’। বিজয়ীদের আমার অভিনন্দন।”
Published on: ডিসে ১১, ২০১৮ @ ১৮:০৪