সাঁতরাগাছি-পন্ডিচেরি রেলপথে ৫ জোড়া শীতকালীন সাপ্তাহিক স্পেশাল চালাবে দক্ষিন পূর্ব রেল

দেশ রাজ্য রেল
শেয়ার করুন

হাওড়া, ৩০ নভেম্বরঃ  অতিরিক্ত যাত্রীভিড় সামলাতে সাতরাগাছি ও পন্ডিচেরির মধ্যে ৫ জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। রেল সূত্রে খবর ট্রেনগুলি আগামী ২ ডিসেম্বর থেকে ১  জানুয়ারি পর্যন্ত চলবে।

দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ০৬০০৯ সাতরগাছি পন্ডিচেরি ট্রেনটি প্রতি সোমবার ১৪টা ১০ মিনিটে সাতরগাছি থেকে ছেড়ে পরের দিন ২০টা ১৮ মিনিটে পন্ডিচেরি পৌছাবে। অন্যদিকে ০৬০১0 ট্রেনটি প্রতি শনিবার ১৯টা ১৫ মিনিটে পন্ডিচেরি থেকে ছেড়ে সোমবার ০৪টে ৩০ মিনিটে সাতরাগাছিতে পৌছাবে।

সাপ্তাহিক এই ট্রেনটিতে ১টি এ সি টু টায়ার, ১টি এ সি থ্রি টায়ার,৭টি স্লিপার ক্লাস ও ৬টি দ্বিতীয় শ্রেণির সাধারণ কোচ থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =