
Published on: অক্টো ৬, ২০১৮ @ ০০:৫২
এসপিটি নিউজ, বারাকপুর, ৫ সেপ্টেম্বরঃ একের পর এক সমাজসেবামূলক কাজ করেই চলেছেন সম্রাট তপাদার। গরিব বলুন আর প্রান্তিকই বলুন ওদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন বারাকপুর এই মানুষটি। ওরাই তাঁর কাছে ঈশ্বর। ওরাই তাঁর কাছে আল্লা। আবার ওরাই সম্রাটের কাছে গড।
গত কাল একজন তরুন খেলোয়াড়ের ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচেই নিজের কেরামতি দেখিয়েছেন ওই নবাগত ক্রিকেটার পৃথ্বী শা। প্রথম সেঞ্চুরি বাবাকে উৎসর্গ করে বলেছেন-বাবাই তার কাছে সব। বাবার জন্য সে আজ এই জায়গায় আসতে পেরেছে। সম্রাট তপাদারও কিন্তু একইভাবে তাঁর বাবার কাছ থেকেই এই সমাজসেবার মন্ত্র পেয়েছেন। তাঁর বাবাই তাঁকে বলে গিয়েছেন-যতদিন বাঁচবি গরিব মানুষকে সাহায্য করে যাবি।ওদের সেবাই হল ঈশ্বর সেবা। আজ সম্রাটও তাই বাবার সেই কথাগুলি মনে রেখে সমাজের অবহেলিত, বঞ্চিত, অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বেঙ্গল স্বামী বিবেকানন্দ এণ্ড রাজীব ইয়ুথ সেণ্টার তাঁর বাবার হাতেই গড়া সেরকম একটি সংস্থা। শুক্রবার এই সংস্থার ব্যানারেই সম্রাট পুজোর মুখে আবারও এক অসাধ্য সাধন করে দেখালেন। সারা বছর ধরেই চলে এই সংস্থার নানা সেবামূলক কাজ। দুটো নতুন জামা-কাপড় দিলে হয়তো তারা পুজোয় পড়ে বেরোতে পারত। কিন্তু এক বছর পর সেটি ছোট হয়ে যেত কিংবা ছিঁড়ে যেত।তার বদলে সম্রাট সেরকম ২৫জনের হাতে তুলে দিলেন রিকশার চাবি। যা থেকে তারা সারা জীবন ধরে শুধু নিজের জন্য নয় গোটা পরিবারের জন্য নানা উৎসবে নতুন বস্ত্র কিনে আনতে পারবে। সত্যি, অনবদ্য সম্রাটের এই প্রয়াস। সম্রাট যে তাঁর বাবার দেখানো পথেই এগিয়ে চলেছে তা তিনি সবসময় বলে থাকেন।
এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্যারাকপুর বি এন বসু হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য, সংস্থার সভাপতি দেবী ঘোষাল, সাধারণ সম্পাদক সম্রাট তপাদার, বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী প্রমুখ।হাজির এদিনের মঞ্চ থেকে ২৫ জন গরিব মানুষকে স্বনির্ভর করতে তাদেরকে সাইকেল রিকশা প্রদান করা হয়।
এর পাশাপাশি নামীদামী শিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট তপাদার বলেন, ‘মানুষের মধ্যেই ঈশ্বর আছে।তাই মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এদিনের এই আয়োজন।’ তবে এখানেই শেষ নয়, মহালয়ার পুন্যলগ্নে আগামী সোমবার প্রান্তিক মানুষদের নিয়ে ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।ওইদিন তাদের হাতে পুজোর উপহারও তিনি তুলে দেবেন।
Published on: অক্টো ৬, ২০১৮ @ ০০:৫২