নাইজেরিয়া থেকে আসা প্যাঙ্গোলিন, হাতির দাঁত বাজেয়াপ্ত করল ভিয়েতনাম

Main বন্যপ্রাণ বিদেশ
শেয়ার করুন

Published on: অক্টো ৫, ২০১৮ @ ২৩:৫৫

এসপিটি নিউজ ডেস্কঃ জাহাজে করে নাইজেরিয়া থেকে আসার সময় ভিয়েতনামে ধরা পড়ে গেল আট টন প্যাঙ্গোলিন আর হাতির দাঁত। দানাং-এর কোস্টাল সিটির বন্দর থেকে এগুলি বাজেয়াপ্ত করে শুল্ক দফতরের অফিসাররা। এগুলি ভিয়েতনামে আগেই নিষিদ্ধ হয়ে গেছে।তবু ঘরোয়া কাজের জন্য এবং চিনে এর চল আছে।তাই সেক্ষেত্রে শক শ্রেণির মানুষ এগুলি পাচারের কাজে ব্যবহার করে মোটা পয়সা উপার্জন করে। যা দেশের পক্ষে ক্ষতিকর। তাই এদিন এই সবগুলি বাজেয়প্ত করা হয়। জানায় ভিয়েতনাম পুলিশ। পাশের চিনে কালো বাজারে এর ২০ কোটি ডলারের কারবার হয়। গত শুক্রবারও একইভাবে হ্যানয়-তে বাণিজ্যিক বিমানে করে নাইজেরিয়া থেকে একইভাবে ১০০০ কিলোগ্রাম হাতির দাঁত ও প্যাঙ্গোলিন নিয়ে আসা হলে তা বাজেয়াপ্ত করা হয়।  সূত্র ও ছবিঃ এএফপি

Published on: অক্টো ৫, ২০১৮ @ ২৩:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 − 50 =