২০ বছরে ভারতে ২৩০০ বিমানের প্রয়োজন, বলছে বোয়িং

দেশ
শেয়ার করুন

Published on: ডিসে ১৯, ২০১৮ @ ২০:৫১

এসপিটি নিউজ ডেস্কঃ ইদানীংকালে ভারতীয় বিমান পরিবহন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ এখন বিমানকেই তাদের পরিবহনের প্রিয় মাধ্যম করে নিয়েছে। এজন্য বিমান যাত্রীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ফলে দেশে উত্তরোত্তর বেড়ে চলা যাত্রীদের সামাল দিতে আরও বেশি বিমানের প্রয়োজন হয়ে পড়েছে।বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং এক পরিসংখ্যান দিয়ে জানিয়েছে আগামী ২০ বছরে এদেশে অর্থাৎ ভারতে ২৩০০ বিমানের প্রয়োজন।এজন্য খরচ হতে পারে ৩২ হাজার কোটি  ডলার (২২.40 লক্ষ কোটি টাকা)। এর আগে আগস্টে বোয়িং ২১০০ বিমানের প্রয়োজনের কথা জানিয়েছিল।এমনই খবর প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে।

বোয়িং-এর হিসাব অনুযায়ী ২০১৮ থেকে ২০৩৭ সালের মধ্যে ভারতের চাহিদা মেটাতে ৮৫% যেমন সরু ধরনের ১৯৪০ এবং ১৫% যেমন ৩৫০টি চওড়া ধরনের বিমানের প্রয়োজন হবে।

কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এশিয়া প্যাসিফিক ও ইন্ডিয়া সেলস) দিনাশ কেশকার ওই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ভারতে বিমান চলাচলের প্রসারতা দ্রুত গতিতে বাড়ছে। তবে, বিনিময় হার, জ্বালানী মূল্য এবং ভাড়া বিবেচনা নিয়ে এটি চ্যালেঞ্জ পূর্ণ হয়ে উঠেছে।যাত্রীদের সংখ্যার তুলনায়, কোম্পানির আয় বাড়ছে না।

তিনি বলেন, এই বছরে প্রতি মাসে ১০ লাখ যাত্রী গড়ে বিমান ভ্রমণ করেন। যাত্রীদের সংখ্যা বাড়ানোর জন্য, ভারতীয় বিমান সংস্থাগুলিতে আরো আসন এবং কম খরচে বিমানের প্রয়োজন দেখা দিয়েছে।

বোয়িং কোম্পানিটি মনে করছে, কম বাজেট এবং জ্বালানি সঞ্চয় বিবেচনা করে ৭৩৭  সর্বোচ্চ বিমান ভারতীয় কোম্পানিগুলির জন্য একটি ভাল বিকল্প হতে পারে। সেই দিক মাথায় রেখে ভারতীয় কোম্পানির জন্য কম জ্বালানি খরচের বিমান প্রস্তুত করা হচ্ছে।

Published on: ডিসে ১৯, ২০১৮ @ ২০:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =