Published on: জুন ১০, ২০১৮ @ ০৯:৫১
এসপিটি স্পোর্টস ডেস্কঃ অনেক প্রত্যাশা আর আকাঙ্খা নিয়ে রাশিয়া পা রাখল আর্জেন্টিনা। শ্নিবারই আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ-এ অংশ নিতে বার্সেলোনা থেকে রাশিয়ার ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলেন।শনিবার বিকেলে তাদের বিমান এসে পৌঁছয় রাশিয়া।
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার গোটা টিম পুরোপুরি তৈরি। এবার তাদের উপর অনেক আশা করে আছে দেশের মানুষের পাশাপাশি মেসি ভক্তরা। সকলেই চাইছে তাদের প্রিয় তারকার হাতে বিশ্বকাপ উঠুক। যদিও মেসি এসব আবেগে ভাসতে রাজী নন। তিনি মাঠে নেমে খেলায় বিশ্বাসী। তিনি ভালো মতোই জানেন, বিশ্বকাপের লড়াই মোটেই সহজ হবে না। তিনি তো আগেই বলে দিয়েছেন, তারা এবার ফেবারিট নয়। আসলে মেসি দলের সতীর্থদের উপর থেকে চাপ কমাতে চাইছে।
এদিন আর্জেন্টিনা দলের সঙ্গে এসে পৌঁছন এনজো পেরেজ। তাঁকে ম্যানুয়েল লানজিনির জায়গায় পাঠানো হয়েছে। ম্যানুয়েলের অ্যাঙ্কেল ইনজুরির ফলে এই পরিবর্তন। পেরেজ এ পর্যন্ত দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪ বিশ্বকাপ দলেও ছিলেন পেরেজ।
Published on: জুন ১০, ২০১৮ @ ০৯:৫১