
Published on: জুলা ১, ২০১৮ @ ১৬:২৬
এসপিটি স্পোর্টস ডেস্কঃ স্পেন-রাশিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে এই ম্যাচের বিজয়ী দলের।গ্রুপ পর্যায়ে অপরাজেয় থেকে শেষ ১৬-য় উঠেছে ক্রোয়েশিয়া।আজ তারা মুখোমুখি হবে ডেনমার্কের। এবার তাদের নিয়ে অনেকে আশার আলো দেখতে শুরু করেছে। তার আগে দেখে নেওয়া যাক এই ম্যাচের খুঁটিনাটি দিক।
কোথায় হবে আজকের ম্যাচ
রাশিয়ার নিঝনি নভগোরদে স্পেন-রাশিয়া মুখোমুখি হতে চলেছে আজ রাত সাড়ে ১১টায়।এই স্টেডিয়ামে আসন সংখ্যা ৪৫ হাজার। ইতিমধ্যে এখানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ হয়ে গেছে। এরপর একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে।
ম্যাচ পরিচালনার দায়িত্বে
এই ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার পিটানা নেস্টর। তাঁকে সহযোগিতা করবেন তাঁর স্বদেশীয় দুই সতীর্থ মৈদানা হার্নান ও বেলাত্তি জুয়ান পাবলো।চতুর্থ রেফারি থাকছেন পারাগুয়ের ক্যাসিরেস এনরিক।ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকছেন আর্জেন্টিনার ভিগ্লিয়ানো মাউরো।সঙ্গে থাকছেন স্পেনের দিয়াজ রবার্তো, বলিভিয়ার ভার্গাস জেরি, ইতালির অরস্যাতো দ্যানিয়েলি।
বিশেষ দিক
ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতে আজ রাশিয়া এলেন সেদেশের প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার-কিতারোভিক। তিনি খেলা দেখতে মাঠে হাজির থাকতে পারেন।
ক্রোয়েশিয়ার নজর কাড়া খেলোয়াড়
সিমে (জার্সি-২, আটলাটিকো মাদ্রিদ), ইভান র্যাকিটিক(জার্সি-৭, বার্সেলোনা), মাতিও কোভাকিক(জার্সি-৮, রিয়েল মাদ্রিদ),লুজা মড্রিক(জার্সি-১০, রিয়েল মাদ্রিদ)
ডেনমার্কের নজর কাড়া খেলোয়াড়
ক্যাস্পার স্খিমিশেল (জার্সি-১, লিস্টার সিটি), আন্দ্রে ক্রিস্টিন্সেন(জার্সি-৬, চেলসি), ক্রিসচিয়ান এরিকসন(জার্সি-১০, টট্যেনহাম হটস্পুর),মাইকেল ক্রহন্দেহলি (জার্সি-২), ক্যাস্পার দলবার্গ(জার্সি-১২, অ্যাজাক্স)
Published on: জুলা ১, ২০১৮ @ ১৬:২৬