২০১৮ ফিফা বিশ্বকাপঃ কবে কখন দেখা যাবে শেষ ১৬-র ম্যাচগুলি

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ২৯, ২০১৮ @ ১৪:৩৮

এসপিটি স্পোর্টস ডেস্কঃ এবার শুরু হতে চলেছে আরও জমজমাট খেলা। প্রত্যেকের কাছে একটি ম্যাচ হল তাদের কাছে অগ্নিপরীক্ষা। জিতলে কয়ার্টার ফাইনাল। হেরে গেলে দেশে ফেরার বিমান ধরা। মোট ১৬টি দল উঠেছে। সেরা প্রায় সব কটি দল উঠেছে। শুধু শেষ মুহূর্তে একটি দল অপ্রত্যাশিতভাবেই বিদায় নিয়েছে। যাদের সম্ভাব্য বিজয়ীর তালিকায় রেখেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। সেই জার্মানির বিদায়ে ফুটবলপ্রেমীদের নেকেই মুষড়ে পড়েছেন। তবে এখনও পর্যন্ত টিকে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বেলজিয়ামের মতো দেশগুলি। এবার দেখে নেওয়া যাক শেষ ১৬ দলের খেলাগুলি কবে কোন দলের সঙ্গে পড়েছে। আর টিভিতে কটার সময় দেখা যাবে সেই ম্যাচগুলি।

১.           ৩০ জুন       ২৩.৩০        উরুগুয়ে-পর্তুগাল       ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম, সোচি

২.           ৩০ জুন       ১৯.৩০        ফ্রান্স-আর্জেন্টিনা       কাজান এরিনা, কাজান

৩.          ১জুলাই        ১৯.৩০        স্পেন-রাশিয়া   লুঝনিকি স্টেডিয়াম, মস্কো

৪.           ১ জুলাই       ২৩.৩০        ক্রোয়েশিয়া-ডেনমার্ক    নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম

৫.           ২ জুলাই       ১৯.৩০        ব্রাজিল-মেক্সিকো       কসমস এরিনা, সামারা

৬.          ২ জুলাই       ২৩.৩০        বেলজিয়াম-জাপান     রস্তোভ এরিনা, রোস্তোভ-অন-ডন

৭.           ৩ জুলাই       ১৯.৩০        সুইডেন-সুইৎজারল্যান্ড   ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্টপিটার্সবার্গ

৮.          ৩ জুলাই       ২৩.৩০        কলোম্বিয়া-ইংল্যান্ড     অটক্রিটিয়ে এরিনা, মস্কো

Published on: জুন ২৯, ২০১৮ @ ১৪:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 70 = 73