
Published on: ডিসে ৭, ২০১৮ @ ২৩:৫৯
এসপিটি নিউজ, মায়াপুর, ৭ ডিসেম্বরঃ হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ গীতা নিয়ে সারা বিশ্বে নানা অনুষ্ঠান হয়ে থাকে। হয়ে থাকে প্রতিযোগিতাও। তেমনই আগামী ১৫ই ডিসেম্বর মায়াপুর ইসকনে বসতে চলেছে গীতা জয়ন্তী উৎসব। ইতিমধ্যে এই উৎসবকে ঘিরে চৈতন্যনগরী মায়াপুরে সাজো সাজো রব। শুরু হয়ে গেছে প্রস্তুতি।এই উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে গীতা মেলাও।
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, “প্রতি বছরের মতো এবছরও আগামী ১৫ই ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচদিন ধরে চলবে এই উৎসব। গীতার জ্ঞানে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাষিত ও গীতা অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মনোবলকে বৃদ্ধি করতেই এই মহান উৎসবের আয়োজন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ৫০০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এই শুভ তিথিতে। এই ঐতিহ্য স্মরণ করে প্রতি বছর এই উৎসব পালন করা হয়।”
ইসকনের জনসংযোগ আধিকারিক এই উৎসবে সকলকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন-ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ১৫০০জন গীতা প্রেমী প্রতিনিধি এই উৎসবে অংশ নেবেন। এখানে সমবেতভাবে গীতা পাঠ, বিশ্ব শান্তি যজ্ঞ, সংকীর্তন সহকারে শোভাযাত্রা, প্রশ্ন-উত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
২১শে ডিসেম্বর ২০১৮ থেকে ৩রা জানুয়ারি ২০১৯ পর্যন্ত মন্দির প্রাঙ্গনে চলবে গীতা মেলা।প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে সকলের জন্য। সেখানে থাকবে চিত্তাকর্ষক প্রদর্শনী, হবে হরিনাম সংকীর্তন। জানালেন মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।
Published on: ডিসে ৭, ২০১৮ @ ২৩:৫৯