১৪ তারিখের বৈঠক থেকে অব্যাহতি চাইলেন মুখ্যসচিব, ডিজি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১১, ২০২০ @ ২৩:৫১

এসপিটি নিউজ:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা বৈঠকে হাজির থাকতে পারবেন না রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্র। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে মুখ্যসচিব নিজেই এক চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দিলেন ১৪ তারিখের বৈঠকে তাদের অব্যাহতি দেওয়া হোক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ​​ভল্লাকে লেখা একটি চিঠিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন- রাজ্য সরকার “অত্যন্ত গুরুত্ব সহকারে” এই বিষয়টি বিবেচনা করছে, এই পরিস্থিতিতে “বৈঠকে রাজ্য কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে দয়া করে অব্যাহতি দেওয়ার হোক।”

মুখ্যসচিব চিঠিতে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে নাড্ডার সভাস্থলে কঠোর সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করেছেন।লিখেছেন- “আমরা গতকাল জেড-ক্যাটাফরি সুক্ষিত নাড্ডা সহ বিজেপি নেতাদের সুরক্ষার ব্যবস্থা রেখেছিলাম। পশ্চিমবঙ্গ পুলিশ জে পি নাড্ডাকে একটি বুলেটপ্রুফ গাড়ি এবং একটি পাইলট কার সরবরাহ করেছিল। কনভয়ে রাজ্য পুলিশ সহ সিআরপিএফ বাহিনীও ছিল।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লিখেছেন- রাজ্য পুলিশের এক ডিআইজি নিজে এলাকায় গিয়ে সুরক্ষা ব্যবস্থা তদারকি করেছিলেন। সেখানে চারজন অতিরিক্ত পুলিশ সুপার, আটজন ডিএসপি, ১৪ জন ইন্সপেক্টর, ৭০ জন সাব ইন্সপেক্টর/এএসআই, ৪০জন র‍্যাফ, ২৫৯জন কন্সটেবল এবং ৩৫০জন অতিরিক্ত বাহিনী মোতায়েন ছিল।

এরপর মুখ্যসচিব দাবি করেন- সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছে। সুরক্ষার আওতায় থাকা নেতাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কনভয়ে কিছু অন্য যানবাহন ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

গোটা ঘটনার তদন্তের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে অভিত করে মুখ্যসচিব লেখেন-” রাজ্য সরকার গোটা ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে। এই পরিস্থিতিতে ১৪ তারিখের বৈঠকে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক।

তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবহিত করার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে আলাপনের বার্তা,  ‘রাজ্য সরকার বিষয়টিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই পরিস্থিতিতে আমার অনুরোধ, বৈঠকে (১৪ ডিসেম্বরের) রাজ্য প্রশাসনের আধিকারিকদের ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক’।

পশ্চিমবঙ্গ পুলিশ নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় তিনটি এফআইআর নথিভুক্ত করেছে। দক্ষিণ চব্বিশ-পরগনা জেলার উস্তি ও ফলতা থানায় দায়ের করা দুটি এফআইআর-এ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ এবং অপরটি সহিংসতা প্ররোচিত করার জন্য বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

এর আগে য়াজ সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামী ১৪ তারিখ দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্রকে ডেকে পাঠান।

শুক্রবার সকালে বিজেপি সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বিষয়টি প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন। ট্যুইট করে তিনি লেখেন, ‘গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের ডিজিপিকে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে, ওঁর জঙ্গলরাজে লাগাম টানার জন্য দেশে সংবিধান এবং অসংখ্য আইন রয়েছে’।

এখন দেখার বিষয় মুখ্যসচিবের চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব কী জবাব দেন। সেই দিকেই তাকিয়ে এখন সকলে।

Published on: ডিসে ১১, ২০২০ @ ২৩:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1