হেলিকপ্টারে থেকে পুষ্প বৃষ্টি করে করোনা যোদ্ধাদের শুভেচ্ছা জানাল ভারতীয় বায়ুসেনা

Main কোভিড-১৯ দেশ রাজ্য
শেয়ার করুন

যে সমস্ত হাসপাতাল কোয়ারেন্টিনে ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের স্বাগত ও শুভেচ্ছা জানাতে এক অভিনব প্রথা গ্রহণ করেছে ভারতীয় বায়ুসেনা।

Published on: মে ৩, ২০২০ @ ১২:৪৬  

এসপিটি নিউজ ডেস্ক:  প্রাণ বাজি রেখে করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের পাশে থেকে তাদের সুস্থ করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা।এই লড়াই চালাতে গিয়ে ইতিমধ্যে সারা দেশে মৃত্যু হয়েছে ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীদের। কোথাও আবার তাদের আক্রান্ত হতে হয়েছে। এখনও যে সমস্ত হাসপাতাল কোয়ারেন্টিনে ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের স্বাগত ও শুভেচ্ছা জানাতে এক অভিনব প্রথা গ্রহণ করেছে ভারতীয় বায়ুসেনা। হেলিকপ্টারে চেপে বায়ুসেনার বিশেষ দল আকাশ থেকে পুষ্প বৃষ্টি করে জানালেন সম্মান।

লড়াই চালিয়ে যাচ্ছেন ডাক্তার-স্বাস্থ্যকর্মীরা

করোনার ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা। গোটা দেশেই আজ ডাক্তাররা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। যেভাবে তারা নিজের জীবনকে বাজি রেখে এই ভয়াবহ ভাইরাসের সামনে দাঁড়িয়ে রোগীদের সুস্থ করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন তা সব প্রশংসার ঊর্দ্ধে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন শুরুর আগে থেকেই ডাক্তারদের ভূমিকার প্রশংসা করে তাদের সম্মান জানাতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটেই এবার সেই কাজ করে দেখাল ভারতীয় বায়ুসেনা।

ভারতীয় বায়ুসেনার প্রশংসনীয় উদ্যোগ

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারগুলি আজ দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা  কোয়ারিন্টিন এবং হাসপাতালের উপর দিয়ে পুষ্প বৃষ্টি করে ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানাল। তাদের এই উদ্যোগকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা নানা পেশার মানুষজন স্বাগত জানিয়েছেন। কখনও ঋষিকেশে তো আবার কখনও পশ্চিমবঙ্গের রাজারহাটে আবার পাঞ্জাব, দিল্লি, পাটনায় দেখা গিয়েছে এই দৃশ্য। তারা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে ডাক্তারদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তবে ভারতীয় বায়ুসেনার যোদ্ধারা যখন এই ভয়াবহ রোগের যুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ডাক্তার যোদ্ধাদের শুভেচ্ছা জানায় তখন সেটা একটা আলাদা মাত্রা পেয়ে যায়। আজ গোটা বিশ্ব যে যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছে এ থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আর এই যুদ্ধে বড় যোদ্ধা হল ডাক্তাররাই। তাই সবসময় তাদের উৎসাহ দিয়ে যেতেই হবে। এই দায়িত্ব আমাদের সকলকেই পালন করে যেতে হবে।

Published on: মে ৩, ২০২০ @ ১২:৪৬

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 68 = 74