Published on: মে ২৩, ২০১৮ @ ০৮:২৩
এসপিটি নিউজ ডেস্কঃ অভিনেত্রীরা বরাবরই একটু সাজসজ্জার ব্যাপারে সচেতন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাঁরা নিজেদের মেলে ধরেন। বলিউড অভিনেত্রী হুমা কুরেশিও বাদ যাবেন কেন। তিনিও তাই গ্রীষ্মের সাজে নিজেকে তুলে ধরলেন তাঁর অসংখ্য ফ্যানদের সামনে।
গ্রীষ্মের সাজে তিনি তাঁর দুটি ছবি ট্যুইট করেছেন। দুটোই করেছেন লক্ষনৌ থেকে।
প্রথম ছবিতে সাদা রঙের গাউনে তিনি ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। দ্বিতীয় ছবিতে তাঁকে আরও বেশি আবেদনময় লেগেছে। যেখানে তিনি লালের উপর সাদা প্রিন্টের পোশাকে ক্যামেরার মুখোমুখি হয়েছেন।এই ছবিটি আরও বেশি কাছাকাছি এসেছে তাঁর ফ্যানদের সামনে। যেখানে তাঁর অপূর্ব সৌন্দর্য্য ধরা পড়েছে সকলের কাছে। ঠোঁটে গাঢ় পিঙ্ক রঙের লিপস্টিক আর বন্ধ চোখের ভাষা আর সোনালি চুলের ছটায় তাঁর সৌন্দর্য্য যেন আরও বেশি আবেদনময় হয়ে উঠেছে।
২০১২ সালে হুমা বলিউডে তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেন। ছবি-ট্যুইটার
Published on: মে ২৩, ২০১৮ @ ০৮:২৩