
Published on: ডিসে ২৮, ২০১৭ @ ১৭:৪৩
এসপিটি নিউজ,হাওড়া ২৮ ডিসেম্বর: অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে সাতরাগাছি জব্বলপুরের মধ্যে সাপ্তাহিক সুপারফাস্ট স্পেশাল চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিন পূর্ব রেল। স্পেশালগুলি আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পযর্ন্ত চলাচল করবে।
দক্ষিন পূর্ব রেল সূত্রে খবর ০২১৯২ সাতরাগাছি জব্বলপুর সুপারফাস্ট স্পেশাল প্রতি মঙ্গলবার ২০টা ৪০ মিনিটে সাতরাগাছি থেকে ছেড়ে পরেরদিন ১৫টা ৫০ মিনিটে পৌছবে। অন্যদিকে ০২১৯১ সুপারফাস্ট স্পেশাল প্রতি বুধবার ২০ টা ১০ মিনিটে জব্বলপুর থেকে ছেড়ে পরেরদিন ১৬টায় সাতরাগাছি পৌছবে।
স্পেশাল ট্রেনগুলিতে একটি কমপোজিট কোচ ছাড়াও ২টি এসি থ্রি টায়ার,১চটি স্লিপার ও ৪টি সাধারণ কোচ থাকবে।
Published on: ডিসে ২৮, ২০১৭ @ ১৭:৪৩