সাঁকরাইলে আক্রান্ত তৃণমূল কংগ্রেসঃ পার্টি অফিস ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হল মোটর সাইকেল

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                       ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ২১:১৩

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৪ ফেব্রুয়ারিঃ রবিবার সন্ধ্যায় আচমকা সাঁকরাইলের রগড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালায় এক দল যুবক। অভিযোগ সকলের বিজেপির কর্মী-সমর্থক। তারা তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিস ভাঙচুর করে। সামনে রাখা মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এসে আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে।বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই অবশ্য রগড়া এলাকা বিজেপির দখলে চলে যায়। এখানে তৃণমূল কংগ্রেস থাকলেও তারা বিজেপির থেকে সাংগঠনিক দিক থেকে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। ফলে মাঝেমধ্যেই তৃণমূল এখানে আক্রান্ত হচ্ছে। আজও আচমকা তৃণমূলের পার্টি অফিসের ভিতর লাঠিসোতা নিয়ে ঢুকে পড়ে একদল লোক। তৃণমূলের অভিযোগ, হামলাকারীরা নাকি বিজেপির লোক। ঢুকে বেধড়ক পেটাতে শুরু করে তৃণমূল কর্মীদের। সংখ্যা কম থাকায় তৃণমূল কর্মীরা প্রতিরোধ করতে পারেনি। এইসময় টাঙ্গি দিয়ে কোপায়। ফলে রজত দে নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তার অবস্থা সংকট জনক। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে।

এরপর বিজেপির রোষের মুখে পড়ে গোটা এলাকা। তারা তান্ডব চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটয়ার অভিযোগ জানাতে গিয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা প্রসূন ষড়ংগী অভিযোগ করেন। ” সামনে লোকসভা ভোট। আর তাই বিজেপি এলাকায় উত্তেজনা ছড়াতেই এসব করছে। আমরা রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করব।

গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সাঁকারিল পঞ্চায়েত সমিতি দখল করে। ফলে তৃণমূল কংগ্রেস এখানে ব্যাকফুটে চলে গেছে। আর বিজেপিও এখানে ক্রমেই তাদের শক্তি বাড়িয়ে চলেছে। তৃণমূল কর্মীরা এখন বিজেপির হামলার মোকাবিলা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে।

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ২১:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 6