Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ১৯:২৫
এসপিটি নিউজ ডেস্কঃ আবারও এক বক্তব্য পেশ করে বিতর্কের কেন্দ্রে চলে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শনিবার বিশ্ব পশুপালন দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যুব সম্প্রদায় সরকারি চাকরিরর জন্য নেতাদের পিছনে ঘোরাঘুরি করে। এতে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।এখন থেকে তারা নেতাদের পিছনে সরকারি চাকরির জন্য না ঘোরাঘুরি করে পানের দোকান খোলেন কিংবা বাড়িতে গরু পালন করেন তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতে ৫ থেকে ১০ লাখ টাকা জমা হবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এমন বক্তব্যে গোটা রাজ্যে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে এধরনের কথা উনি কেন বললেন? মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, যুব সম্প্রদায় সরকারি চাকরির জন্য বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছোটাছুটি করে সময় নষ্ট করে চলেছে। এসব না করে তারা যদি পানের দোকান খলেন কিংবা গরু পালন করেন তাহলে এতদিনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ থেকে ১০ লাখ টাকা জমা হয়ে যেত।
এর আগে গত ১৮ এপ্রিল এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, মহাভারতের যুগ থেকেই ইন্টারনেট সুবিধা ছিল। তার সঙ্গে স্যাটেলাইইট সুবিধাও ছিল।যে সুবিধার জন্য সঞ্জয় ঘরে বসে ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরের যুদ্ধের সম্পূর্ণ বর্ণনা দিয়েছিলেন, আর সেটা সম্ভব হয়েছিল ইন্টারনেটের জন্যই।
এরপর তিনি আর এক বিবৃতি দিয়ে বিতর্কের মধ্যে পড়ে যান। তিনি বলেন, ভারত টানা পাঁচ বছর ধরে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স খেতাব জিতেছে। কিন্তু আমি ১৯৯৭ সালের সিদ্ধান্ত এখনও বুঝতে পারি না যেখানে ডায়না হেডেন খেতাব জেতেন। আপনাদের কি মনে হয়, তিনি খেতাব জেতার উপযুক্ত ছিলেন?এই নিয়ে হইচই হতেই মুখ্যমন্ত্রী পরে জানান, সব মেয়েরাই আমার মায়ের মতোই সম্মানীয়।
এরপর তিনি আর এক জায়গায় বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যেন কোনওভাবেই আইএএস না হন। তাদের কাজ নির্মাণ করা। সিভিল ইঞ্জিনিয়ারদের জ্ঞান আছে। আর যারা প্রশাসনের দায়িত্বে তাদের সমাজ গড়ার কাজে থাকতে হয়।
Published on: এপ্রি ২৯, ২০১৮ @ ১৯:২৫