সবং-এ অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিলেন মুকুল-‘ ভারতের যে কোনো জায়গা থেকে দাঁড়াতে প্রস্তুত আছি,’ তৃণমূল কর্মীদের বললেন, পদ্মফুলে ভোট দিন

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাঃ বাপ্পা মণ্ডল

এসপিটি নিউজ, সবং-আজ সবং কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের সমর্থনে সবং হাইস্কুল মাঠে নির্বাচনী কর্মীসভার আয়োজন করে বিজেপির সবং ব্লক। ঐ কর্মীসভায় বিজেপি কর্মীরা হাজির ছিলেন। সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী, শিবপ্রকাশ, মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ ও প্রার্থী অন্তরা ভট্টাচার্য্য। কর্মীসভায় পাশকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান আনিসুর রহমান তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তার হাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় পতাকা তুলে দেন।

কর্মীসভায় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী মুখ্যমন্ত্রীকে “ডেঙ্গুমাতা” বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নেই বলে দাবিয়া করেন। মুকুল রায় বলেন, যিনি একদিনের জন্য কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস করেননি তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে।তৃণমূল কংগ্রেস কর্মী জয়দেব জানার খুনের রক্ত মানস ভুঁইয়ার হাতে লেগে আছে। সেই মানস ভুঁইয়ার স্ত্রী গীতাকে তৃণমূল প্রার্থী করেছে।তিনি তৃণমূল কর্মীদের গীতা ভুঁইয়াকে ভোট না দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা তৃণমূল কর্মী সেজে বুথে বসবেন, ভোট দেবেন পদ্মফুলে অন্তরা ভট্টাচার্য্যকে। সেই সঙ্গে তিনি বিজেপি কর্মীদের বুথ আগলে রাখতে নির্দেশ দেন। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনারা ভয় পাবেন না। মানুষ আমাদের সাথে আছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন, “আমি ভারতবর্ষের যে কোনও জায়গা থেকে ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমি কোনও হুমকিকে ভয় পাই না।”

কর্মীসভায় বিজেপির রাজ্য সভাপতি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, “যাকে ৩০ বছর সবং-এর মানুষ দেখেনি সেই গীতা বৌদি মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন। রাজস্থানের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ঐ ঘটনা নিয়ে রাজ্য সরকার সাম্প্রদায়িক তাস খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী, তাই উনি মুসলিম তোষন করে চলেছেন। তিনি আরও বলেন, রাজস্থানের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ঐ ঘটনাকে দল সমর্থন করে না। তা সত্ত্বেও তৃণমূল ঐ ঘটনা নিয়ে রাজনীতি করছে। তিনি সবং বাসীর কাছে দলীয় প্রার্থী অন্তরা ভট্টাচার্য্যকে পদ্মফুলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।ছবিঃরামপ্রসাদ সাউ  


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =