
এসপিটি নিউজ, সবং (পশ্চিম মেদিনীপুর)-বিরোধীরা এখনও ময়দানে নামতেই পারেনি।তার আগেই ভোটযুদ্ধে কয়েক কদম নিজেকে এগিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।সবং-এ উপ-নির্বাচন ঘিরে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।দলের যুব নেতা আবু কালাম বক্সকে সঙ্গে নিয়ে আজ সকালে ভোট প্রচারে বের হন তৃণমূল প্রার্থী গীতা রানী ভুঁইয়া।আজ তিনি গেছিলেন পিংলা থানার নয়াগ্রামে।যা পটচিত্র শিল্পীদের গ্রাম নামে খ্যাত। এই গ্রামে এক অভিনব প্রচারে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। যেখানে প্রার্থী গীতা রানী ভুঁইয়াকে নিয়ে পটচিত্র শিল্পীরা পটের মাধ্যমে প্রচার শুরু করেন।এদিনের প্রচারে গ্রামের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। গ্রামবাসীদের কাছে গিয়ে তিনি বলেন-‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী। আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। আমাকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্তিশালী করবেন।আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়েই উন্নয়নের কাজ করব।’
প্রতিবেদনঃ বাপ্পা মন্ডল ছবিঃ রামপ্রসাদ সাউ