Published on: মে ৪, ২০১৮ @ ২২:২৪
এসপিটি নিউজ, নয়াগ্রাম, ৪ মেঃ গোপীবল্লভপুরে এক রোড শো করে নয়াগ্রামে জনসভায় বক্তব্য রাখেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এলাকায় দলের কর্মীদের উপর তৃণমূলের অত্যাচারের তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, যে ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়াই করছে তার সুফল আসবেই। সন্ত্রাস যত বাড়বে বিজেপির ভোটও তত বাড়বে।যত সন্ত্রাস তত ভোট। যেভাবে প্রশ্ন হবে তার জবাব সেভাবেই দিতে হবে বলে জানান লকেট।
নয়াগ্রাম ব্লকের চৌকাপাথরাতে প্রার্থীদের সমর্থনে জনসভায় যোগ দিতে এসে বিজেপি কর্মীদের উপর তৃণমূলি অত্যাচারের কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন বিজেপি সভা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। উন্নয়ন প্রসঙ্গে নাম বদলের রাজনীতির অভিযোগও করেন তিনি। এদিনের সভায় তৃণমূল ও সিপিএম থেকে প্রায় দুশো কর্মী যোগদান করেন।
Published on: মে ৪, ২০১৮ @ ২২:২৪