
এসপিটি নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা সফরের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পেল বিরাট বাহিনী। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি।এক ইনিংস ও ২৩৯ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে ভারত তার পুরনো রেকর্ডের পুনরাবৃত্তি ঘটাল।এর আগে রাহুল দ্রাবিরের নেতৃত্বে ভারত ২০০৭ সালে বাংলাদেশকে একই ব্যবধানে পরাজিত করেছিল।
এই জয়ের ফলে ভারত ১-০ এগিয়ে গেল। এক বছরে সর্বাধিক টেস্ট জয় (১০টি) ও এক বছরে সর্বাধিক ১০টি সেঞ্চুরির মালিকও হয়ে গেলেন তিনি। রবিচন্দ্র অশ্বিনও সবচেয়ে কম টেস্ট খেলে ৩০০ উইকেট ক্লাবের সদস্য হয়ে গেলেন। এর আগে ডেনিস লিলি ৫৬ টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, অশ্বিন সেখানে মাত্র ৫৪টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন।
ভারত ছয় উইকেটে ৬১০ রান তুলে ডিক্লেয়ার করে। সেখানে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায়। একমাত্র চন্ডল-৬১ ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেনি। রবীন্দ্র জাডেজা ২৮ রানে ২টি, উমেশ যাদব ৩০ রানে ২টি, ইশান্ত শর্মা ৪৩ রানে ২টি উইকেট নিয়েছেন।অশ্বিন দু’ইনিংস মিলিয়ে ১৩০ রান দিয়ে আটটি উইকেট নিয়েছেন।