পঞ্চভূতে বিলীন হয়ে গেল শ্রীদেবীর পার্থিব শরীর

দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৮, ২০১৮ @ ১৬:২২

এসপিটি ফিল্ম ডেস্কঃ হাতে তাদের ফুল এবং চোখের কোনে ছিল অশ্রু ধারা। এমন হাজার হাজার অনুরাগী শ্রীদেবী পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছিলেন। যেখানে তারা অন্ত্যেষ্টিক্রিয়ার সামনে ভিড় করেছিলেন।শ্রীদেবীকে সাজানো হয়েছিল কনের সাজে।লাল শাড়ি, লাল টিপ, গলায় মঙ্গলসূত্র পরিয়ে সাজানো হয়েছিল তাকে।সধবার বেশেই হিন্দু রীতি মেনেই ভারতীয় আইকনকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়।শরীর ঢেকে দেওয়া হয়েছিল তেরঙা পতাকায়। ভালোবাসা, শ্রদ্ধা, চোখের জলে গোটা দেশ বিদায় দেশের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবীকে।পঞ্চভূতে বিলীন হয়ে গেল শ্রীদেবীর পার্থিব শরীর।

মহাশ্মশানে নিয়ে যাওয়ার আগে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে শ্রীদেবীকে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর তার পার্থিব শরীর নিয়ে মহাশ্মশানের পথে রওনা হয় পরিবারের সদস্যরা।এদিন যে গাড়িতে শ্রীদেবীর পার্থিব শরীর নিয়ে যাওয়া হয় সেই গাড়িটি পুরোটাই সাদা ফুল দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছিল।

সাদা ফুল দিয়ে সাজানো ছিল গোটা বাড়িটি। শ্রীদেবীর মৃতদেহটি এদিন পরিবারের সদস্যদের দ্বারা ন’টায় ঘটনাস্থলে আনা হয়।হলের ভিতর, চলচ্চিত্র নির্মাতা স্বামী বনি কাপুর, অভিনেতা অনিল কাপুর, সঞ্জয় কাপুর, হর্ষবর্ধন কাপুর, সোনাম কাপুর এবং রেয়া কাপুরসহ তাঁর পরিবার উপস্থিত ছিলেন।  শ্রীদেবীর কন্যা জাহ্নবি এবং খুশি তাদের পিছনে একটু দাঁড়িয়ে ছিলেন।

রানী মুখার্জী শরীরের কাছাকাছি বসে ছিলেন এবং তার ভাতিজা সোনম কাপুরকে সান্ত্বনা দিয়েছিলেন।এদিন ভিড় সামলাতে প্রায় ২০০পুলিশ মোতায়েন ছিল।

সকাল ১০টায় সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়া হয়। সকাল সাড়ে ছ’টা থেকেই সারা দেশ থেকে ভক্তরা “চাঁদনী” তারকাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে শুরু করেন।মানুষ তাদের প্রিয় অভিনেত্রীকে শেষ বারের মতো দেখতে কর্ণাটক এবং চেন্নাই থেকে এসেছিলেন।

অভিনেতা জয়া বচ্চন, তার কন্যা শ্বেতা বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, সঞ্জয় লীলা ভনসালী, সোনাম কাপুরের বন্ধু আনন্দ আহুজা, মাধুরী দীক্ষিত নেনে এবং তার স্বামী শ্রীরাম নেনে ছিলেন।

উল্লেখযোগ্য অভিনেতা জয়া প্রদা ও হেমা মালিনী, আরবাজ খান, নিম্রত কণ, মনিশ পল, টাব্বু, সুভাষ ঘাই, নীলিমা আজমী, তার মেয়ে ইশা দেওল, সুস্মিতা সেন, রাজনীতিবিদ সঞ্জয় নিরুপমও তাদের সম্মান জানাতে এসছিলেন।

অভিনেতা অজয় ​​দেবগন ও কাজল, তানিষা, ইমতিয়াজ আলী, সাজিদ খান, বিদ্যা বালান, স্বামী সিদ্ধার্থ রয় কাপুর, রেখা, জন আব্রাহাম, দক্ষিণ তারকা চরিনবিভি, রবীন্দ্র ট্যান্ডন, শেখর কাপুর, শমিতা শেঠি, নিল নিতিন মুকেশ, রাজকুমার রাও, রমেশ সিপ্পি, সোহা আলী খান, নেহা ধুপিয়া, এঙ্গাদ বেদি, কুনাল কাহিমও তাদের সমবেদনা জানান।

Published on: ফেব্রু ২৮, ২০১৮ @ ১৬:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − = 10