
Published on: এপ্রি ৯, ২০২১ @ ২৩:০৭
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ৯ এপ্রিলঃ আজ থেকে ৫৬ বছর আগে আজকের দিনে পাকিস্তানি সেনাদের হাত থেকে সেদিনের ‘সর্দার পোস্ট’ রক্ষা করেছিলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-এর বীর জওয়ানরা। সেদিনের সেই বীর গাঁথাকে স্মরণ করে এই দিনটি শৌর্য্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আজ সেই শৌর্য্য দিবসে সেদিনের ৯০ জন জওয়ানের মধ্যে একমতার জীবিত প্রবীন জওয়ান কিসান সিং-কে স্ব্যং সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং সম্বর্ধিত করলেন।
DG CRPF facilitated Sh. Kishan Singh- the veteran of the glorious Sardar Post battle during the #ValourDay celebrations. In the investiture ceremony, Gallantry medals were presented to recipients and family member of Martyrs. pic.twitter.com/aGyToX784w
— ??CRPF?? (@crpfindia) April 9, 2021
শৌর্য্য দিবসের ইতিহাস শোনালেন ডিজি সিআরপিএফ
ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আজ সংবাদ প্রভাকর টাইমসকে সেদিনের সেই বীর গাঁথার ইতিহাস জানান।কেমন ছিল আজ থেকে ৫৬ বছর আগের আজকের দিনটি। শুনুন ডিজি সিআরপিএফ-এর মুখ থেকেই।
- “সিআরপিএফ হল সবচেয়ে পুরনো ফোর্স। এই ফোর্স আগে বর্ডারে কাজ করত। সব জায়গায় আগে সিআরপি কাজ করতো। ১৯৬৫ সালে রাজস্থান বর্ডারে ছিল ওই ফোর্সটি।সেই সময় ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেখানে আমাদের একটি পোস্ট মোতায়েন ছিল- যাকে বলা হত ‘সর্দার পোস্ট’। সেই সর্দার পোস্টে প্রায় এক কোম্পানি মতো লোক ছিল। মানে ৯০ জন জওয়ান ছিল।”
- “সেই পোস্টের উপর পাকিস্তানি আর্মির প্রায় ৩০০০ লোক আক্রমন করল। তাদের উদ্দেশ্যই ছিল ওই পোস্টকে হঠিয়ে দিয়ে আমাদের দেশের ভিতরে ঢুকে পড়া। সেই দিনটি ছিল ১৯৬৫ সালের ৯ এপ্রিল। ওদের সংখ্যা আমাদের চাইতে অনেক বেশি ছিল। তা দেখে আমাদের জওয়ানরা কিন্তু ঘাবড়ে যায়নি। তারা মাথা ঠান্ডা করে একটা কৌশল নিল- কিছুক্ষন লড়াই করার পর তারা একেবারে শান্ত হয়ে গেল। তা দেখে ওরা পাকিস্তানিরা চারিদিক থেকে আমাদের দিকে এগোতে থাকলো। ওরা ভাবলো যে আমাদের জওয়ানরা সব মরে গেছে আর কিছুই করতে পারবে না।”
- “আর সেই সময় পাকিস্তানি সেনারা ঢোকা শুরু করতেই আমাদের জওয়ানরা এমন ভাবে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে নীরব আক্রমণ চালায় যে ওরা ভ্যাবাচাকা খেয়ে যায়। আমাদের জওয়ানরা আর্মস, মেশিনগান চালাতে থাকে। তাতে পাকিস্তানের ৩৪ জন মারা যায়। তারপর ওখান থেকে পাকিস্তানিরা পালাতে শুরু করে। ওরা ভাবতেই পারেনি যে ভারতীয় বাহিনী এভাবে সক্রিয় আছে। সেদিনের যুদ্ধে আমাদের মাত্র ১০জন শহীদ হয়। আর সেই সর্দার পোস্টকে রক্ষা করতে পেরেছিলাম আমরা। পাকিস্তানিদের ঢুকতে দেয়নি। সেই থেকে আজকের ৯ এপ্রিল দিনটিকে শৌর্য দিবস হিসাবে পালন করা হয়।”
সারা দেশে সিআরপিএফ-এর সমস্ত ইউনিটে এই দিনটি পালন করা হয়
“আর এই ভদ্রলোক যাকে আমি সম্বর্ধিত করছিলাম তিনিই সেদিনের সেই সর্দার পোস্টের জওয়ানদের মধ্যে এখনও পর্যন্ত জীবিত আছেন আর বাকি সকলেই প্রয়াত হয়েছেন। এই দিনে আমরা বাহিনীর সেরাদের সম্মানিত করি, পুরস্কৃত করি। সেই সঙ্গে দিনটিকে বার্ষিক অনুষ্ঠান হিসাবে পালন করি। আর সারা দেশে সমস্ত ইউনিটে এই দিনটি পালন করা হয়।” বলেন সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং।
Published on: এপ্রি ৯, ২০২১ @ ২৩:০৭