Published on: জানু ২, ২০১৯ @ ২৩:৪৩
এসপিটি নিজ ডেস্কঃ নতুন বছরের শুরুর দিনেই বেপাত্তা হয়ে গেছে “শচীন”।শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এখন শুধু আছে “সৌরভ”নেমের লেপার্ডটি। এদের দু’জনকেই গত বছর চার মাস বয়সে দক্ষিণ খয়েরবাড়ি রেসকিউ সেন্টার থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। বছরের প্রথম দিনেই “শচীন” নামের লেপার্ডটি বন রক্ষীদের চোখে ধুলো দিয়ে গাছের উপর থেকে লাফ দিয়ে ২৫ ফুট উঁচু পাঁচিল টপকে পালিয়েছে।
বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গেছে, বুধবার পার্কটিতে পর্যটকদের সুরক্ষিত গাড়িতে করে ভিতরে প্রবেশ করানো হয়েছে। সব সাফারি খোলা থাকলেও শচীনের জন্য এদিন লেপার্ড সাফারি বন্ধ রাখা হয়েছে।
তারা আরও জানিয়েছে, সাফারি পার্কটিতে ২০ হেক্টর জায়গা করা হয়েছে চারটি লেপার্ড থাকার জন্য।পালিয়ে যাওয়া লেপার্ডটিকে খুঁজে বের করতে যে বেশ বেগ পেতে হবে সেটা ভালমতোই বুঝতে পারছেন বনকর্মীরা।তারা বলেন-লেপার্ড এমনই যে পাশে বসে থাকলেও বোঝা যায় না। তাকে ধরা খুব শক্ত। তবু তারা মনে করছে, লাপার্ডটি ঠিক কোথায় আছে।
হাতির পিঠে চেপে ঘুম পাড়ানি গুলি নিয়ে বনকর্মীরা বেরিয়ে পড়েছে। রাত পর্যন্ত খোঁজ মেলেনি “শচীন” নামের লেপার্ডটির।
Published on: জানু ২, ২০১৯ @ ২৩:৪৩