
Published on: নভে ৭, ২০২০ @ ১৪:৩৬
এসপিটি নিউজ: আগামী বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে। তা নিয়ে রেলের পক্ষে চলছে জোর প্রস্তুতি।সমস্ত ট্রেনের কামরাগুলিকে ভালো করে স্যানিটাইজ করা হচ্ছে। হাওড়া ও শিয়ালদা ডিভিশনে বহু ট্রেন এতদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। তাই সেগুলিকে এখন ভালো করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
ডিআরএম শিয়ালদা এক ট্যুইট বার্তায় লিখেছেন- “হাওড়া ও শিয়ালদহ বিভাগের কোচিং ডিপোতে প্রচুর স্যানিটাইজেশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। EMU কোচগুলি COVID-19 এর বিস্তারকে মোকাবেলার উপায় হিসাবে পুরোপুরি স্যানিটাইজ করা হচ্ছে।”
Massive sanitization and cleanliness drives have been undertaken at coaching depots over Howrah and Sealdah Divisions. The EMU coaches are being thoroughly sanitized as a means of combating the spread of Covid- 19. pic.twitter.com/getVCUZLno
— Eastern Railway (@EasternRailway) November 7, 2020
ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে তিন দফার বৈঠকের পর আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থির হয়েছে বৈঠকে রাজ্য সরকারের আবেদন মেনে রেল অফিস টাইমে বেশি পরিমানে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা ব্যবস্থাকে সামনে রেখেই যাত্রী পরিষেনা চালু করতে চলেছে রেল।
Published on: নভে ৭, ২০২০ @ ১৪:৩৬