
সংবাদদাতা-কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১৭:২৪
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ গোটা রাজ্যে ইদানিং মাদক দ্রব্যের ব্যবসা বেশ রমরমিয়ে বেড়ে চলেছে। তার প্রমাণ কিন্তু গত একমাসে রাজ্যের বিভিন্ন জেলায় মাদক পাচারকারীদের ধরার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও ধরা পড়ল মাদক পাচারকারীরা।বোলেরো গাড়িতে লাউ ভর্তি করে তার তলায় গোপনে ২০০ কেজি গাজা লুকিয়ে নিয়ে বিহারে পাচার করছিল। কিন্তু পুলিশের নজর এড়াতে পারেনি। দুই পাচারকারী সহ গোটা মাদক দ্রব্যই আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
পুলিশ জানিয়েছে, কোচবিহার থেকে একটি বোলেরো পিক আপ ভ্যান শিলিগুড়ি হয়ে বিহারের ছাপড়া যাচ্ছিল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সুযোগ বুঝে জায়গা মতো দাঁড়িয়েছিল। জেএইচ০৫/জিএ-২১২৫ নম্বরের লাউ ভর্তি বোলেরো পিকআপ ভ্যানটি শিলিগুড়ি ঢুকতেই সাদা পোশাকের গাড়িটিকে আটকায়। শুরু হয়ে তল্লাশি। দেখা যায় লাউ -এর নীচে এক গোপন চেম্বারের ভিতর সাজানো আছে গাজার প্যাকেট গুলি। উদ্ধার হয় ২০০ কেজি গাজা। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
গাড়ি থেকেই গ্রেফতার করা হয় রামেশ্বর মাঝি ও অনিল কুমার রায় নামে দুই যুবককে। ধৃত দু’জনেই ছাপড়ার বাসিন্দা। রবিবার তাদের স্পেশাল আদালতে তোলা হলে আদালত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
Published on: সেপ্টে ১৬, ২০১৮ @ ১৭:২৪