
Published on: নভে ১৬, ২০২০ @ ১১:৩০
এসপিটি নিউজ ডেস্ক: কলকাতায় এখন সেভাবে ঠান্ডা না পড়লেও উত্তর ভারতের পাহাড়ি এলাকাগুলির উচ্চ অংশে ইতিমধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। কিছু জায়গায় তো আবার তুষারপাত হয়েছে।
আজ যেমন উত্তরাখণ্ডের চোপতায় মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। সংবাদ সংস্থা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে। সেখানে দেখা গেছে বরফের সাদা চাদড়ে ঢেকে গেছে গোটা চোপতা এলাকা।
#WATCH Uttarakhand: Chopta in Rudraprayag district receives the first snowfall of the season.
Visuals of fresh snowfall in the morning from Chopta region. pic.twitter.com/Wf2GYl3Zny
— ANI (@ANI) November 16, 2020
এই দৃশ্য স্থানীয় মানুষ দারুনভাবে উপভোগ করছেন। কারণ, এটাই এ মরশুমের প্রথম তুষারপাত।
Published on: নভে ১৬, ২০২০ @ ১১:৩০