
Published on: নভে ১১, ২০২০ @ ১৭:২০
এসপিটি নিউজ: দীর্ঘ আটদিনের লড়াই-এর জয়। রীতিমতো সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জেল থেকে ফিরছেন রিপাবলিক টিভি-র কর্ণধার ও প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। সুপ্রিম কোর্টে আজ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দীর্ঘ সময়ের শুনানির শেষে বিশিষ্ট সাংবাদিক রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারকে কড়াভাবে তিরস্কার করেছেন। বলেছে্ন- কারও পার্সোনাল লিবার্টি ভঙ্গ করার অধিকার কারও নেই। কেউ যদি মনে করে এটা করবে তবে তার জন্য সুপ্রিম কোর্ট আছে। আর যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার জন্য তাকে পুলিশি হেফাজতে কেন নিতে হবে? সুপ্রিম কোর্ট আরও বলেছে- এই সময় যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে তবে তা ধ্বংসের দিকে এগিয়ে যাবে।
#ArnabIsBack | Republic reporting #LIVE outside Taloja jail where a lot of people have gathered after the Supreme Court ordered the release of Arnab Goswami; Tune in to watch here – https://t.co/rGQJsiKgt2 pic.twitter.com/sRJEMsaXNR
— Republic (@republic) November 11, 2020
অর্ণবের পক্ষে বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে আদালতের সামনে প্রশ্ন রাখেন- “অর্ণব কি একজন আতঙ্কবাদী? মহারাষ্ট্রে তো কত মানুষ আত্মহত্যা করেছে এখন তার জন্য যদি কেউ মহারাষ্ট্র সরকাকে দায়ী করে তাহলে কি মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে?
#LIVE on #IndiaWithArnab | Non-stop updates on the Supreme Court's hearing on Arnab Goswami's bail hearing here – https://t.co/RZHKU3wOei pic.twitter.com/Wg5eLukrgC
— Republic (@republic) November 11, 2020
এসব শোনার পর সমস্ত কিছু বিচার করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অবশেষে অর্ণব গোস্বামীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করলেন। এই খবর ছড়িয়ে পড়তেই আজ দেশের নানা প্রান্তেই মানুষ অর্ণবের ছবি নিয়ে খুশিতে মেতে ওঠে। রিপাবলিক টিভি-র স্টুডিওতে সমস্ত কর্মীরা খুশিতে মেতে অঠেন। কেউ বলছেন- ‘আজ থেকে দিওয়ালি শুরু গেল। আজ আমাদের বড় ভাই, আমাদের সকলের পিতা সমান মানুষটি ঘরে ফিরছেন।’
Published on: নভে ১১, ২০২০ @ ১৭:২০