Published on: ডিসে ২৯, ২০২০ @ ১৮:২৬
এসপিটি স্পোর্টস ডেস্ক: পারিবারিক কারণে দল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এসেছেন অধিয়ান্যক বিরাট কোহলি। চোটের কারণে দলের বাইরে মহম্মদ শামি। আক্রমণ থেকে দূরে ঊমেশ যাদব। এমন পরিস্থিতির মধ্যে একটা দল নিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই যে কত কঠিন তা ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্ক রাহানের চেয়ে ভালো আর কে-ই বা বুঝবে। কিন্তু তা বলে কী হাত গুটিয়ে বসে থাকা যায়! সেই ধরনের মানসিকতার খেলোয়াড় রাহানে নয় তা সে দল পরিচালনার মাধ্যমে এক অসাধারণ জয় ছিনিয়ে এনে প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয় টেস্টে আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বক্সিং ডে টেস্ট সিরিজে সমতা ফেরাল ভারত।
এই টেস্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাহানে। বিশেষ করে যে অবস্থায় টিমকে তাঁর উপর ছেড়ে যান কোহলি। যদিও দলের অধিনায়ককে তিনি কিন্তু একেবারেই নিরাশ করেননি রাহানে। দায়িত্ব নিয়ে টিমকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন।অধিনায়ক সিহিসেবে তিনটি টেস্টে তিনটিতেই জয় এবং বিশেষ করে যে অবস্থায় তিনিদলকে টেনে তুলে আনলেন তা খুব কম ক্ষেত্রেই এমনটা দেখা যায়।
এদিন সকালে হাতে চার উইকেট নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। সেইসময় তারা দু রানে লিড করছিল। কিন্তু তাদের লোয়ার অর্ডারের চার ব্যাটসম্যান শেষ পর্যন্ত দলকে খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি। রবিচন্দ্র অশ্বিন যখন শেষ উইকেটটি নেয় তখন অস্ট্রেলিয়া মাত্র 69 রানের লিড নিয়েছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 103.1 ওভারে 200 রান করে ইনিংস শেষ করে।
70 রান করলেই জিতবে এই অবস্থায় ভারত জয়ের লক্ষ্য ব্যাট করতে নামে।1986 সালের পর এটাই দেশের মাটিতে সবচেয়ে ধীরগতির ইনিংস অস্ট্রেলিয়ার। এমসিজিতে 1988 সালের পর এটাই ছিল অস্ট্রেলিয়ার প্রথম হোম টেস্ট।
এদিন জয়ের লক্ষ্যে নেমে ভারত মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারার উইকেট হারায়।যদিও জয়ের জন্য এরপর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। শুভমান গিল ও রানহানের জুটি খুব দ্রুত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দলকে। তারপরই এক অসাধারণ মুহূর্ত সামনে চলে আসে। দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে সমতা ফেরাল ভারত।
Published on: ডিসে ২৯, ২০২০ @ ১৮:২৬