
Published on: জুলা ২১, ২০১৮ @ ২২:৫৫
এসপিটি নিউজ ডেস্কঃ এর আগেও তিনি ফিল্ম জগতে ফিরে আসার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। কিন্তু এবার তিনি যে ফিল্মে কাজ শুরু করেছেন, মনে করা হচ্ছে পহেলাজ নিহালনীর নয়া ফিল্ম “রঙ্গীলা রাজা” হয়ে উঠতে গোবিন্দার কাছে কাম ব্যাক ফিল্ম। যেখানে গোবিন্দা পলাতক শিল্পপতি বিজয় মাল্যর ভূমিকায় অভিনয় করছেন। শোনা যাচ্ছে এই ছবিতে দবল রোলে দেখা যাবে এক সময়ের একাধিক হিট ফিল্মের এই নায়ককে। এখনও ফাইনাল না হলেও, এই ছবিতে নাকি গোবিন্দাকে বাবা রামদেবের ভূমিকাতেও দেখা যেতে পারে।
এই ফিল্ম নিয়ে গোবিন্দা নিজেও খুব আশাবাদী। এক সময় তিনি পহেলাজ নিহালনীর সঙ্গে একাধিক কাজ করেছেন। যার মধ্যে রয়েছে তার অন্যতম হইট ছবি শোলা অউর শবনম। তাই এবার তিনি “রঙ্গীলা রাজা” নিয়েও খুব আশাবাদী।
ছবিতে একটি গানের ছবি শ্যুট করা হয়েছে। যেখানে বাবা রামদেব ও অভিনেত্রী শিল্পা শেঠির কথা উল্ল্যেখ করা হয়েছে। পহেলাজ নিহালনীর এই ছবি বিশেষভাবে শ্যুট করা হচ্ছে যাতে দর্শকদের দেখে ভালো লাগে। পহেলাজ নিহালনী জানিয়েছেন, এই ফিল্মে গোবিন্দা তাঁর নিজস্ব ঢঙে ফিরে আসবেন। যা থেকে তাঁর পুনর্জন্ম হবে।
এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই ছবি রিলিজ করবে।
Published on: জুলা ২১, ২০১৮ @ ২২:৫৫