Published on: জানু ২৯, ২০২২ @ ২২:১৬
এসপিটি নিউজ, কলকাতা, ২৯ জানুয়ারি: প্রবল ঠান্ডার রেশ এখনও আর ক’টা দিন থাকবে রাজ্যে। অন্তত আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানা গিয়েছে। আজও পশ্চিমবঙ্গের কম-বেশি সব ক্টি জেলাতেই তাপমাত্রার পারদ হু হু করে নেমে গিয়েছে। কলকাতাতেও পারদ নেমেছে ১২.১ ডিগ্রিতে, যা কিনা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। তবে রাজ্যে সমতল এলাকাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম হয়েছে জলপাইগুড়িতে। সেখানে এদিন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার।গতকালের ঠান্ডার রেশ আজও ছিল।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিনদিন এমন আবহাওয়াই চলবে। ঠান্ডা থাকবে। কয়েকটি জেলায় তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি কয়েকটিজেলায় তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। বৃষ্টি হয়নি।
তবে এদিন পশ্চিমবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা জলপাইগুড়িতে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য যেসব জায়গায় তাপমাত্রা কমেছে তা হল- আসানসোল ১০.৬, বালুরঘাট ৯.৮, বাঁকুড়া ১০.৪, বারাকপুর ১১.৬, বহরম্পুর ১০.২, বর্ধমান ১০.০, ক্যানিং ১১.০, কাঁথি ৯.০, কোচবিহার ৭.১, দার্জিলিং ০.৫, ডায়মন্ড হারবার ১১.৮, দীঘা ১০.৫, দমদম ১২.০, হলদিয়া ১২.৩, জলপাইগুড়ি ৬.৬, কলাইকুণ্ডা ৯.৪, কালিম্পং ৫.০, কৃষ্ণনগর ১১.২, মালদা ১০.১, মেদিনীপুর ১১.১, পানাগড় ৮.৮, পুরুলিয়া ৮.১, সল্টলেক ১২.০, শিলিগুড়ি ৬.৯, শ্রীনেকেতন ৮.৪, উলুবেড়িয়া ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
Published on: জানু ২৯, ২০২২ @ ২২:১৬