- আরটিডিসি-র কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু শাল পরিয়ে সম্মানিত করেন মহামান্য রাজ্যপালকে।
- পর্যটনের ক্ষেত্রে রাজস্থান যেভাবে কাজ করে চলেছে মহামান্য রাজ্যপাল সেসম্পর্কে সন্তোষও প্রকাশ করেন।
Published on: ফেব্রু ১০, ২০২০ @ ২৩:৫৫
এসপিটি নিউজ, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: আজ সোমবার কলকাতায় রাজভবনে গিয়ে মহামান্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরটিডিসি-র কলকাতা কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন আরও চারজন যার মধ্যে ছিলেন দুটি সংবাদপত্রের প্রধান সম্পাদক।মহামান্য রাজ্যপাল জগদীপ ধনখড় রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতা কার্যালয়ের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আরটিডিসি কলকাতার প্রতিনিধি দলে দুই প্রধান সম্পাদক
রাজভবনের এক বিশেষ আমন্ত্রণে এদিন পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন রাজস্থান পর্যটন বিকাশ নিগম, কলকাতার এক প্রতিনিধি দল। যে দলে ছিলেন আরটিডিসি-র কলকাতা কার্যালয়ের সুব্রত নস্কর, নেহা খান চ্যাটার্জি, রাজস্থান পত্রিকার প্রধান সম্পাদক রাজেন্দ্র শেখর ব্যাস এবং বাংলা সংবাদ মাধ্যম সংবাদ প্রভাকর টাইমস পত্রিকার প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল। ছিলেন মহামান্য রাজ্যপালের ওএসডি কে গৌতম।
আরটিডিসি, কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু জানালেন শুভেচ্ছা
এক সুন্দর পরিবেশে প্রতিনিধি দলকে সাক্ষাতের কিছু সময় পূর্বে রাজ্যপালের ঘরে নিয়ে যাওয়া হয়। যথাসময়ে মহামান্য রাজ্যপাল জগদীপ ধনখড় সেখানে উপস্থিত হন। রাজস্থান পর্যটন বিকাশ নিগম বা আরটিডিসি-র প্রতিনিধি দলকে মহামান্য রাজ্যপাল ডেকে নেনে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা আরটিডিসি-র কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু প্রথমেই রাজ্যপালকে শুভেচ্ছা জানান। এরপর শাল পরিয়ে তিনি সম্মানিত করেন মহামান্য রাজ্যপালকে। এরপর একে একে রাজ্যপাল প্রতিনিধি দলের সকলের সঙ্গে পরিচয় পর্ব সারেন।
রাজভবনের সব অনুষ্ঠানে আমন্ত্রিত হবে আরটিডিসি
মহামান্য রাজ্যপাল এদিন আরটিডিসি-র কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নুজির কাছে আরটিডিসি-র কাজকর্ম সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন। পর্যটনের ক্ষেত্রে রাজস্থান যেভাবে কাজ করে চলেছে মহামান্য রাজ্যপাল সেসম্পর্কে সন্তোষও প্রকাশ করেন।একই সঙ্গে তিনি আরটিডিসি-র শুভ কামনা করারর পাশাপাশি এখন থেকে রাজভবনে অনুষ্ঠিত যে কোনও ধরনের অনুষ্ঠানে রাজস্থান পর্যটন বিকাশ নিগমকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়ে দেন।
ছবিতে ঃ মহামান্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের বাঁপাশে আরটিডিসির নেহা খান চ্যাটার্জি, ডান দিকে ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু, সংবাদ প্রভাকর টাইমস-এর প্রধান সম্পাদক অনিরুদ্ধ পাল, রাজস্থান পত্রিকার প্রধান সম্পাদক রাজেন্দ্র শেখর ব্যাস এবং আরটিডিসি-র কলকাতা অফিসের সুব্রত নস্কর।
Published on: ফেব্রু ১০, ২০২০ @ ২৩:৫৫