রঘুনাথপুরে কি এমন হল, যার জন্য গ্রামবাসীরাই বন্ধ করে দিল রাস্তা তৈরির কাজ

রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, ঝাড়গ্রামঃ এখন আর আগের মতো পরিস্থিতি নেই। যেখানে যা খুশি করে পার পেয়ে যাওয়া যাবে।সময় বদলেছে। মানুষও তার ন্যায্য অধিকার বুঝে নেওয়ার ক্ষমতা অর্জন করেছে।আর তারই এক ছবি দেখা গেল আজ ঝাড়গ্রাম জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজে। যেখানে একটা রাস্তা তৈরির কাজ অসম্পূর্ণ রেখে আর একটা রাস্তা তৈরির কাজে হাত দিয়েছিল বেসরকারি সংস্থা। আর তাই গণপ্রতিরোধ গড়ে রঘুনাথপুর গ্রামের মানুষ রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল।

ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের বেলাটিকরির রঘুনাথপুর গ্রামে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির কাজ শুরু হয়।

গ্রামবাসীদের অভিযোগ, “এই প্রকল্পে ঐ গ্রামে আগে একটি রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই কাজ আজো শেষ হয়নি। অথচ, তা শেষ না করেই অপর একটি রাস্তার কাজ শুরু করতে যায় দায়িত্ব পাওয়া সেই বেসরকারি সংস্থাটি। আমরা গ্রাম্বাসীরা এর বিরুদ্ধে সরব হই। গণপ্রতিরোধ গড়ে তুলি।বাধা দিই।” এর জেরে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি, আগে অসম্পূর্ণ রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে, তারপর শুরু হবে নতুন রাস্তার কাজ।

ছবিঃ রামপ্রসাদ সাউ  


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − = 67