
সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ৮, ২০১৮ @ ১৬:১৭
এসপিটি নিউজ, সোনারপুর, ৮ জানুয়ারিঃ তারা অন্যের সাহায্যে এগিয়ে যায়।অন্যের বিপদে পাশে দাঁড়ায়। অথচ আজ তাদেরই চলে যেতে হল নীরবে। পাশে পেল না কাউকে।রক্তদান করে ফেরার পথে এক বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ চলে গেল অসহায় দুই যুবকের।মৃত দুইজনের নাম বাপ্পা দাস(২৭) ও বিনয় নস্কর (৩৫)।
পুলিশ জানিয়েছে, সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা ও বিনয় একে অপরের পরিচিত। পাড়ার যে কোনও মানুষের আপদে-বিপদে খবর পেলেই ছুটে যেতেন।রবিবার তারা গেছিলেন মিশনপল্লীতে রক্তদান শিবিরে যোগ দিতে। সেখানে তাঁরা রক্তও দিয়েছিলেন। রক্তদান শিবির থেকে তারা বাড়ি ফিরছিলেন। তার আগে তারা গাড়ির তেল ভরতে পাম্পে গেছিলেন। সেখানে যাওয়ার পথে চাল বোঝাই এক বেপরোয়া লরি এসে ধাক্কা মারে তাদের বাইকে। ছিটকে পড়ে বাইক চালক বিনয়। ঘটনাস্থলেই মারা যায় বিনয়। আশঙ্কাজনক অবস্থায় বাপ্পাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক নার্সিংহোমে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মারা যায় বাপ্পা।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেই রক্তদান শিবিরের আয়োজকদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
Published on: জানু ৮, ২০১৮ @ ১৬:১৭