সবং-এর সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজ যা বললেন
১)৩০৬টি বুথের মধ্যে ১টি বুথে বিজেপি জিতে দেখাক, তার পর বিজেপি নেতারা সবং কেন্দ্রে জয়লাভ করার কথা ভাববে।
২)গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটের পর সবং কেন্দ্রের উপ-নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
৩)তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানী ভুঁইয়াকে ৮০ হাজারেরও বেশি ভোটে জেতানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন।
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
এসপিটি নিউজ, সবং, ১৯ ডিসেম্বরঃ তিনি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা আছে, শুভেন্দু পারবে, ঠিক তাই দলীয় কর্মীদের অত্যন্ত প্রিয় এই নেতাকে কাছে পেয়ে তারাও সবং-এর ৩০৬টি বুথ আগলে রেখে দিয়েছেন। কারণ, তাদের প্রিয় দাদা শুভেন্দু অধিকারীর নির্দেশ, কোনওভাবেই যেন বাইরের লোক বুথে ঢুকতে না পারে।ভরসা যুগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বলেছেন, আমি আপনাদের পাশে আছি। একই সঙ্গে আজ প্রচারের শেষদিনে দলীয় প্রার্থী গীতারানী ভুঁইয়ার সমর্থনে বিশাল র্যালি করেন। শেষদিনে ফের তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মা-মাটি-মানুষ-এর সরকারের মৃত্যুর কথা বলছে তারাই বাংলা থেকে মুছে যাবে।
আজ মঙ্গল্বার প্রচারের শেষবেলায় বিশাল র্যালি ও সভা করে রীতিমত ঝড় তোলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদযাত্রায় শুভেন্দুর সঙ্গে ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, ছায়া দলুই, প্রদ্যোত ঘোষ, দীনেন রায়, আশীষ চক্রবর্তী, সাংসদ মানস ভুঁইয়া, প্রার্থী গীতারানী ভুঁইয়া, অজিত মাইতি, রমাপ্রসাদ গিরি, সভাধিপতি উত্তরা সিংহ হাজরা প্রমুখ।বেনেদিঘি থেকে শুরু করে তেমাথানী পর্যন্ত পদযাত্রা জনসমুদ্রের আকার নেয়। পদযাত্রা শেষে উপচে পড়া সমাবেশেব দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনে বিজেপি-র ভোট ও আসন কমেছে। ভয়ের কোন কারণ নেই। ২০২১ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-মাটি-মানুষ-এর সরকার থাকবে।তারপরই তার হুঁশিয়ারি- যারাই এই সরকারের মৃত্যুর কথা বলছে তারাই বাংলা থেকে মুছে যাবে।
সবংবাসীর উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আপনারা সবং-এর উন্নয়নের ভার ম্নত্রী সৌমেন মহাপাত্র ও আমার উপর ছেড়ে দিন। আপনারা গীতারানী ভুঁইয়াকে ঘাসের উপর জোড়াফুলে ভোট দিয়ে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশের ভোটের ফলাফলের পর দক্ষিণ কাঁথির উপ-নির্বাচন হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য জয় লাভ করেছিলেন। তেমনি গুজরাট ও হিমাচল প্রদেশের ভোটের পর সবং কেন্দ্রের উপ-নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। একই সঙ্গে ফের তিনি বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ৩০৬টি বুথের মধ্যে ১টি বুথে বিজেপি জিতে দেখাক, তার পর বিজেপি নেতারা সবং কেন্দ্রে জয়লাভ করার কথা ভাববে। আর সিপিম, কংগ্রেস, বিজেপি ঠিক করবেকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হবে।
শুভেন্দু এদিন শেষ প্রচারে গীতারানী ভুঁইয়াকে উপ-নির্বাচনে মানসবাবুর চেয়ে বেশি ভোটে জেতানোর কথা বলেন। তিনি বলেন, ২০১৬ সালে মানসবাবু ৫০ হাজার ভোটে জিতেছিলেন, এবার গীতারানী ভুঁইয়াকে ৮০ হাজারেরও বেশি ভোটে জেতানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন।
ছবি-রামপ্রসাদ সাউ