এসপিটি নিউজ ডেস্কঃ খোচা খাওয়া বাঘের মতো শ্রীলঙ্কার উপর ঝাঁপিয়ে পড়ল ভারত। আগের দিনের খুব বিশ্রী ধরনের হার নিয়ে যেভাবে ভারতীয় মিডিয়া হাসির খোড়াক বানিয়েছিল ভারতীয় দলকে আজ ঠিক যেন তারই উলোটপুরান দেখল গোটা দেশ।বিরাট কোহলির জায়গায় অধিনাইয়কের দায়িত্ব নেওয়া রহিত শর্মার ভূমিকা নিয়েও কমেন্ট্রি বক্সে বসে সেদিন অনেকেই অনেক কথা বলছিলেন। আজ কিন্তু টসে হেরেও সমালোচকদের জবাব দিতে বেশ তৈরি হয়েই নেমেছিলেন মোহালির মাঠে। মূলত তাঁর অসাধারণ অধিনায়কচিত অপরাজিত ২১৩ রানের উপর নির্ভর করেই ভারত আজ শ্রীলঙ্কানদের ৩৯২ রানের শক্ত ইনিংসের চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়। আর সেই কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। ২৫১ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৪১ রানে পরাজিত করে মধুর প্রতিশোধ নিল ভারত।