
Published on: মার্চ ২৬, ২০২১ @ ১৬:১৭
এসপিটি নিউজ, ঢাকা, ২৬ মার্চ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় সেদেশের তরুণ প্রতিভাশালীদের সঙ্গে সাক্ষাৎ করেন। যে দলে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব উল হাসান। তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে নিজেকে সম্মানিত বোধ করেছেন। জানিয়েছেন সে কথাও।
সাকিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির বাংলাদেশ সফর নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। সেখানে তিনি মোদির নেতৃত্বেরও প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে মোদির এই সফরে লাভবান হবে দুই দেশই।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে- সাকিব সেখানে বলেছেন-“প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ্দেখা করে সত্যিই সম্মানিত। আমি মনে করি, তাঁর এই সফরে ভারত-বাংলাদেশ উভয় দেশই লাভবান হবে। ভারতকে তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা দুর্দান্ত। আমি আশা করি, ভবিষ্যতে তিনি ভারত -অকে আরও সমৃদ্ধশালী করবেন এবং ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের সম্পর্ক দিন কে দিন আরও উন্নত হবে।”
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি দিদিনের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই মোদির এই সফর।
এদিন প্রধানমন্ত্রী মোদি ঢাকায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশের দাউদি বোহরা সম্প্রদায় স্বাগত জানিয়েছে। ঠিক তেমনই ঢাকার একটি হোটেলে ভারতীয় প্রবাসীরাও স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
Published on: মার্চ ২৬, ২০২১ @ ১৬:১৭