
Published on: মে ১, ২০১৮ @ ১০:২৭
এসপিটি নিউজ ডেস্কঃ সারা পৃথিবীতেই শ্রমিক দিবস পালিত হয়ে থাক। তবে মে দিবস সারা বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। আজ ১ মে ভারতে মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে।গুগল এই দিনটিকে সম্মান প্রদর্শন করেছেন।
শ্রমিক দিবস মূলত শ্রমিকদের আন্দোলনের ফল। মূলত, শ্রমিকরা আট ঘণ্টার কাজের দাবিতে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তাদের দাবি ছিল, শ্রমিকরা দিনে আট ঘণ্টা কাজ করবেন, আট ঘণ্টা নিজেদের মতো করে সময় কাটাবেন আর বাকি আট ঘণ্টা তারা বিশ্রাম নেবেন।
বেশির ভাগ দেশ এই দিনটিকে শ্রমিক দিবস হিসেবে দেখে থাকে। কিছু দেশ শ্রমিক দিবস অন্য তারিখে পালন করে থাকে। এই দিনে দেশে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। কানাডা ও আমেরিকায় শ্রমিক দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে।
তবে বিশ্বের বেশিরভাগ দেশে ১ মে শ্রমিক দিবস পালন করে থাকে। ভারতে ১ মে শ্রমিক দিবস পালন করা হয়। ১৯২৩ সালের ১ মে চেন্নাইয়ে ভারতের প্রথম মে দিবস পালন করা হয়েছিল। এর আয়োজন করেছিল লেবার কিষান পার্টি অব হিন্দুস্তান। সেই স্ময় দলের নেতা ছিলেন কমরেড সিঙ্গারাভেলার। মে দিবস উপলক্ষ্যে তিনি দুটি সভার আয়োজন করেছিলেন। তার মধ্যে একটি সভা হয়েছিল ট্রিপ্লিকেন বিচ এবং অপর সভাটি হয়েছিল বিচের উলটো দিকে মাদ্রাস হাই কোর্টে। সেখানেই প্রস্তাব আনা হয়েছিল যে সরকার ভারতে ১ মে অথবা শ্রমিক দিবসকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করুক। এই সময় প্রথমবার এই দিনে ভারতে লাল পতাকা ব্যবহার করা হয়েছিল।
Published on: মে ১, ২০১৮ @ ১০:২৭