
Published on: মে ২১, ২০১৮ @ ০০:২৫
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২০ মেঃ পঞ্চায়েত নির্বাচনের জয়ের জন্য সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানাতে রবিবার মেদিনীপুর শহরে এক মহামিছিলের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।মিছিলের নেতৃত্ব দেন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মেদিনীপুর পুরসভার কাউন্সিলর মৌ রায়।মিছিলে কয়েক হাজার মানুষের সমাগম ছিল নজরে পড়ার মতো।
এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে ১৭৯টি, পঞ্চায়েত সমিতির ২১টির মধ্যে ২০টি। জেলাপরিষদের ৫১টি আসনেই জয়লাভ করে। আর সেই জয়ের পুরো কৃতিত্ব মানুষকে দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়।
মিছিলে পাঁচ হাজারেরও বেশি মহিলা সামিল হয়েছিলেন। মিছিলে অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান প্রণব বসু, সহ অনেকেই।এদিনের এত বড় মিছিলের সফল আয়োজনের কৃতিত্ব মহিলা সভানেত্রী মৌ রায়কেই দিয়েছেন দলের নেতৃত্ব।
Published on: মে ২১, ২০১৮ @ ০০:২৫