
Published on: আগ ২৩, ২০১৮ @ ২০:০১
এসপিটি নিউজ, কলকাতা, ২৪ আগস্টঃ এতদিনে যেন হাফ ছেড়ে বাঁচলেন বাংলা টেলি-সিরিয়ালের দর্শকরা। যে আশা করা গিয়েছিল শেষ পর্যন্ত তাই হল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই কেটে গেল সমস্ত জট। তবে টেলি-সিরিয়ালের প্রযোজক, আর্টিস্ট ফোরাম আর চ্যানেল মালিকদের মুখোমুখি বসিয়ে গত শনিবার থেকে চলতে থাকা উদ্ভূত সমস্যার সমাধানের পথ বের করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়ে দেন সব পক্ষের সঙ্গে কথা বলা কারও যাতে কোনও সমস্যা না হয়ে সেটা দেখার জন্য যৌথ কমিটি থাকবে।
এদিনের বৈঠকে উপস্থিত সকলেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নেন। এদিন বিকেলে নবান্নে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলীদের পাশাপাশি প্রযোজকদের অনেকেই। ছিলেন বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী সব পক্ষের বক্তব্য মন দিয়ে শোনেন। একই সঙ্গে তিনি জানান, সমস্যা মিটে গিয়েছে।এবার থেকে কারও কোনও সমস্যা থাকলে তা দেখবে কমিটি। পাশাপাশি প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে যাতে শিল্পীরা বেতন পেয়ে যান সে ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি।
গত শনিবার থেকে বাংলা টেলি-সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের জট তৈরি হয়েছিল। নিজেদের মধ্যে বৈঠক করেও কোনও সমাধান সূত্র বের করতে পারেননি কোনও পক্ষই। অবশেষে এই সমস্যার সমাধানে আসরে নামেন স্বনয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হস্তক্ষেপেই মিটে গেল সমস্ত জট। ফলে শুটিং শুরু হতে আর কোনও বাধা রইল না। আগামিকাল থেকেই শুরু হতে চলেছে শুটিং-এর কাজ। দু’একদিনের মধ্যেই দর্শকরা আবার তাদের প্রিয় সিরিয়ালে চোখ রাখতে পারবেন।
Published on: আগ ২৩, ২০১৮ @ ২০:০১