[the-post-grid id=”55″ title=”Top post”]
এসপিটি নিউজ ডেস্কঃ ইতিপূর্বে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছেলে-মেয়েরা তাদের বাবা-মাকে অনুসরন করেছে। এবার সেই রাস্তায় হাঁটতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবা-মা নিশ্চিত থাকলেও সামনের কাজগুলি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন জাহ্নবীর বাবা-মা বনি কাপুর-শ্রীদেবী। ১৯৯১ সালে অন্যতম সফল ছবি ‘লমহে-র আগে ও পরে বেশ কিছু ছবির স্মৃতিচিহ্নের মধ্যে ভেসে বেড়ালেও তিনি তাঁর মেয়েকে বলিউড জগতে ছেড়ে দিতে প্রস্তুত। শ্রীদেবী মনে করেন-জীবনে কোন কিছুই সহজে হয় না, জাহ্নবী এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। বড় মেয়ে জাহ্নবীকে নিয়ে এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন শ্রীদেবী। মারাঠি হিট ছবি সায়রাতের পুনর্নির্মানের ‘ধাদক’-এর মাধ্যমে তাঁর কেরিয়ার সর্বত্র ছড়িয়ে পড়বে। যেখানে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুরের ভাই ইষাণ খাট্টার। মেয়ে জাহ্নবীর বিষয়ে জানাতে গিয়ে শ্রীদেবী বলেন, “তিনি এই পথ ও পেশা বেছে নিয়েছেন।” একই সঙ্গে তিনি আরও বলেন,”আমি এই শিল্পে দীর্ঘ সময় ধরে আছি।তাই আমি জানি।আমি তার চেয়ে মানসিকভাবে প্রস্তুত।ও আমাকে ছোট থেকে দেখে আসছে।এটা ওর জীবনে কাজে লাগবে।” সব কিছু চ্যালেঞ্জ হিসেবে নিতে শিখতে হবে। এর আগে মায়ের সঙ্গে একটি শক্তিশালী প্রত্যাবর্তন করেছেন।১৮ নভেম্বর এর বিশ্ব টেলিভিশন প্রিমিয়ার হবে।