
Published on: জুলা ১৪, ২০১৮ @ ১৮:২৪
এসপিটি নিউজ, মায়াপুর, ১৩জুলাইঃ পুরীতে মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে প্রভু শ্রীজগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সেই সঙ্গে সারা দেশে এই উৎসব পালিত হয়ে থাকে। ইসকনের প্রধান কার্যালয় মায়াপুরেও পালিত হয়ে আসছে এই রথযাত্রা। এখানকার রাজাপুর গ্রাম থেকেই শুরু হবে রথযাত্রা। গ্রামের প্রশান্ত পল্লীতে এই রথযাত্রাকে ঘিরে এক মহামিলনের উৎসবে শামিল হন গ্রামবাসীরা।এই রথযাত্রার আয়োজন করে থাকে মায়াপুর ইসকন মন্দির কতৃপক্ষ।এবার এই রথযাত্রার উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী।উপস্থিত ছিলেন ভিনেতা খরাজ মুখোপাধ্যায়, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, আগামীকাল ১৪ই জুলাই শনিবার রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথযাত্রা। ৫ কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছবে মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে, যা অস্থায়ী মাসির বাড়ি।২২শে জুলাই এখানে চলবে ৫৬ভোগ, দীপ দান, জগন্নাথ অষ্টকম পাঠ। থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। প্রভুপাদ ঘাটে বসবে রথের মেলা।
জগন্নাথ! জগতের নাথ। সকলের নাথ। সকলের ভালো লাগা এবং ভালোবাসার একমাত্র পাথেয়।রথযাত্রার দিনই তিনি সিংহাসন থেকে নেমে আসেন রাজপথে। কেননা তিনি যে ভক্তের ভগবান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য তাঁর কাছে অবারিত দ্বার।
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক বলছিলেন-“প্রশান্তপল্লী-রাজাপুর শ্রীজগন্নাথদেবের কৃপায় বর্তমানে রথযাত্রাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রূপ পেয়েছে। “জয় জগন্নাথ” ধ্বনিতে এদিন আকাশ-বাতাস মুখরিত হয়। জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার জন্য তিনটি আলাদা রথের ব্যবস্থা করা হয়। শোভাযাত্রায় হাত-ঘোড়া-পালকি ছাড়াও থাকে সুসজ্জিত ট্যাবলো।
Published on: জুলা ১৪, ২০১৮ @ ১৮:২৪